সুন্দরী এক মেয়ে

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৪ জুন, ২০১৩, ০১:২৪:১১ দুপুর

একদিন এক বিকেল বেল নদীর ধারে বসে

মনকাশে ডানা মেলে ঘুরছিলাম সে দেশে|

অবাক হয়ে তাকিয়ে দেখি বাকা নদীর কূলে

কচি কচি ধানি পাতা নাচে দুলে দুলে|

একটু সামনে নদীর পানি দিচ্ছে যেন হাসি

সূর্য কীরণ লেগে সেথায় ফুটছে মুক্ত রাশি|

ওপাস থেকে ভেসে আসে চলরে নৌকা চল

গানে গানে দাঢ় টেনে যায় ফিরতি মাঝির দল|

নয়ন মন উজাঢ় করে তাকিয়ে শুধু দেখি

তৃপ্তিত মোর ভরে হৃদয় মুদে যায় আঁখি|

আহা তুমি ঘুমাও কেন দেখ ওপার চেয়ে

রূপের ডালা সাজিয়ে আছে সুন্দরী এক মেয়ে|

গোরান বাইন পশুর কেওড়া রূপ সবুজের সারি

হরিণ ছানা লুকিয়ে যায় দেখতে কতই ভারি|

কখন যেন সন্ধ্যা নামে ভেসে আসে আযান

হাজার শোকর দরবারে তাঁর যিনি করলেন দান|||

বিষয়: সাহিত্য

১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File