***জবাইয়ের ফটো তোলা কোনভাবেই কাম্য নয়।***

লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৩:২১ দুপুর



কোরবানির পশু জবাই করা হচ্ছে। কেবল মাত্র ছুরি গলায় লাগিয়ে প্রবল শক্তিতে সামনের দিকে ঠেলে দিয়েছে জবাইকারী। ফিনকি দিয়ে রক্ত ছুটছে প্রানিটির। এমন একটি দৃশ্যের ছবি তোলাটা আমার কাছে চরম মর্মান্তিক ও ঘৃনিত মনে হয়। কয়েকটি মাংশাসী প্রানি একটি নিরিহ তৃনভোজি প্রানিকে হত্যা করছে; এমনটাই মনে হয়।

একটি জিবন্ত প্রানিকে জবাই করার অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলেই আমরা জবাই করতে পারছি। কিন্তু এই জবাইয়ের মুহুর্তকে ক্যামেরায় ধারণ করার দৃশ্য কোনভাবেই মানবিক হতে পারে না। এখানে যদি কোরবানির পশুর জায়গায় ইসমাইল কোরবানী অর্থাৎ আমাদের অতি আদরের সন্তানকে কোরবানী করতে হত তাহলে কি আমরা এভাবে ফটো শুট করতে পারতাম? পারতাম না। বরং তখন আমরা গগনবিদারী কান্না- চিৎকারে আকাশ বাতাশ ভারি করে তুলতাম।

কোরবানীর পশুটিকে কোরবানী করছি আল্লাহর হুকুমে আমার প্রিয় সন্তানটির প্রাণের বিনিময়ে। সুতরাং সন্তানের প্রতি যে দরদ ও ভালবাসা, সেটুকু এই নিরীহ পশুটিরও প্রাপ্য। জবাই করার সময় সেই দরদটুকু আমাদের অন্তরে পোষন করা উচিত নয় কি? আপন সন্তানের বদলে নিরিহ এই প্রানিটিকে আল্লাহর নামে বিসর্জনের জন্য যদি আমাদের অন্তর কেঁদে না উটে, রক্তপাতের এই করুন দৃশ্য যদি আমাদের মর্মে আঘাত করতে না পারে, তবে এই পশুটি সেরেফ জবাই হবে, কোরবানী হবে না। পশু হত্যা হবে, আমাদের পশুত্বের কোরবানী হবে না।

ছবি: জনৈক ফেবু ফ্রেন্ডের পোষ্ট থেকে নেয়া।

বিষয়: বিবিধ

২০৬৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343351
২৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৪০
বাকপ্রবাস লিখেছেন : এমন ছবিতে লাইক কমেন্ট ইত্যাদি করিনা, আপনারটাকে করতে হলো, কারন আপনি নিজেই ছবিটা এডিট ছাড়া ব্যাবহার করেছেন, আপনার কথা আপনি নিজেই রাখলেনা
২৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৫
284612
মুক্ত কন্ঠ লিখেছেন : দুখিঃত ভাই! এই ছবিটা আমার না। এটা মুলতঃ ফেবু থেকে নেয়া। আমার এক ফেবু ফ্রেন্ডের পোষ্ট।

https://mbasic.facebook.com/photo.php?fbid=688692874564082&id=100002701284604&set=pcb.688693267897376&source=49&refid=17&_ft_=top_level_post_id.688693267897376:tl_objid.688693267897376:thid.100002701284604:306061129499414:2:0:1443682799:5462642230846804833

প্রথমে ওখানে কমেন্ট করেছিলাম। সেটিই এখানে পোষ্ট আকারে লেখার প্রয়াস পেয়েছি।

ধন্যবাদ!
২৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২৩
284613
বাকপ্রবাস লিখেছেন : হুম, এমন ছবি না দেয়াটাই ভালো
343354
২৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৪
মুক্ত কন্ঠ লিখেছেন :
দুখিঃত ভাই! এই ছবিটা আমার না। এটা মুলতঃ ফেবু থেকে নেয়া। আমার এক ফেবু ফ্রেন্ডের পোষ্ট।
https://mbasic.facebook.com/photo.php?fbid=688692874564082&id=100002701284604&set=pcb.688693267897376&source=49&refid=17&_ft_=top_level_post_id.688693267897376:tl_objid.688693267897376:thid.100002701284604:306061129499414:2:0:1443682799:5462642230846804833

প্রথমে ওখানে কমেন্ট করেছিলাম। সেটিই এখানে পোষ্ট আকারে লেখার প্রয়াস পেয়েছি।

ধন্যবাদ!
343368
২৬ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৪
284711
মুক্ত কন্ঠ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
343381
২৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
রক্তলাল লিখেছেন : ভূয়া আবেগি কথা!

ছবি তুলতেই হবে তাও না - আবার কেউ তুললে এটাকে ইস্যু করাও বলদের কাজ!

দুনিয়াতে ইস্যু খোজে পায়না।

পৃথিবীর বিভিন্ন জায়গার দরিদ্র শিশুদের নিয়ে ভাবেন।

২৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
284654
মুক্ত কন্ঠ লিখেছেন : আপনার কাছে এটা ভূয়া হতে পারে। হতে পারে মুল্যহীন বিষয়। কিন্তু আমার কাছে এটা অতীব গুরুত্বপূর্ণ। মুসলমানদের সবচেয়ে বড় একটি ধর্মীয় অনুষ্টান কোরবানীর গুরুত্ব ও তাৎপর্য এই বিষয়টির সাথে ওতপ্রোতভাবে জড়িত।

আপনার উপদেশ মনে থাকবে।

ধন্যবাদ
343406
২৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২০
দ্য স্লেভ লিখেছেন : এরকম ছবি তোলা উচিৎ না যাতে মানুষ দেখতে পারে,কিন্তু সেই কাজটিই আপনি করলেন,,,,,ছবিটা এডিট করা উচিৎ ছিলো আপনার কনসেপ্ট অনুযায়ী Happy যাইহোক বক্তব্য বুঝতে পেরেছি
২৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৫৮
284907
মুক্ত কন্ঠ লিখেছেন : আমার কনসেপ্ট অনুযায়ী মনে হয় আমি ঠিক আছি। কারন, ছবিটা আমি তুলিনি। আক্ষরিক অর্থে বিষয়টি উপলব্ধি করার জন্য অন্যের ছবি ব্যবহার করেছি মাত্র।

যাই হোক, আপনাদের পরামর্শে ছবিটা এডিট করে দিলাম। যদিও স্মার্টফোনে এডিট করতে একটু কস্টই হয়েছে।

ধন্যবাদ!
343484
২৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৯
হতভাগা লিখেছেন :


এই ছবিটা মানুষ খেয়েছে , গরু জবাইয়েরটা তো সেরকম কিছুই না ।

সামনে এমনও দিনও আসবে যে নিজের মারা যাবার সময়ের ছবিও তুলবে কেউ কেউ
২৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৫
284954
মুক্ত কন্ঠ লিখেছেন : যারা বিশ্বজিৎ কে এমনভাবে হত্যা করেছে তারাও নিশ্চয় কোরবানী দেয়। কিন্তু তাদের পশু প্রবৃত্তিকে কোরবানী দিতে পারেনি।
২৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৫৩
285003
হতভাগা লিখেছেন : আর যারা ছবি তুলেছে , এগিয়ে আসেনি রক্ষা করতে - তারা ?
২৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২১
285052
মুক্ত কন্ঠ লিখেছেন : ওরাও একই কাতারের লোক!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File