আমাদের জীবন মাত্র কয়েক মিনিটের!

লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ২৬ আগস্ট, ২০১৫, ০৪:৫০:১৮ বিকাল



জন্মের পর আযান দেওয়া হয়, কিন্তু সে আযানের নামাজ নেই।

মৃত্যুর পর নামাজ পড়া হয়, জানাযার নামাজ। কিন্তু সে নামাজের আযান নেই।

কিছু বুঝলেন?

আপনার জন্মের পরের আযানটাই মৃত্যুর পরে আপনার জানাযার নামাজের আযান।

মানে দাড়ালো, আযান এবং নামাযের মধ্যবর্তী সময়টুকুই আপনার জীবন, আপনার ইহকাল!

আযান আর নামাযের মাঝের সময় কতটুকু? মাত্র পনেরো মিনিট।

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337936
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪০
রাইয়ান লিখেছেন : আল্লাহ আমাদের রহম করুন !
২৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৫
279533
মুক্ত কন্ঠ লিখেছেন : আমিন! আল্লাহ
আমাদের রহম করেন বলেই লক্ষ কোটি পাপ করেও আমরা ভাল আছি।
ধন্যবাদ!
337938
২৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
শেখের পোলা লিখেছেন : কঠিন সত্য বলেছেন৷ মগরেবের নামাজ হলেতো কথাই নেই৷
২৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৪২
279528
মুক্ত কন্ঠ লিখেছেন : ঠিক ভাই। তবে আমি পাঁচ ওয়াক্তের মধ্যে কমন গ্যাপটাই ধরেছি।
২৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৪২
279529
মুক্ত কন্ঠ লিখেছেন : ঠিক ভাই। তবে আমি পাঁচ ওয়াক্তের মধ্যে কমন গ্যাপটাই ধরেছি।
337947
২৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০০
আবু নাজিব লিখেছেন : আসলেই তো। বিষয়টা ওভাবে চিন্তা করিনি। ধন্যবাদ।
২৬ আগস্ট ২০১৫ রাত ১০:০৫
279537
মুক্ত কন্ঠ লিখেছেন : জ্বী ভাই, এটা আমাদের অনেকেরই চেতনাকে পাশ কাটিয়ে যায়।
সময়টা আসলে নিতান্তই স্বল্প। কারণ, আযান আর নামাজের মাঝে আমরা যে সময়টুকু নেই, নবী সাহাবিদের যুগে সে সময়টুকুও নিতেন না। তারা মসজিদে উপস্থিত হয়ে যেতেন আাযানের আগেই।

আরল্লাহ পাক আমাদের জীবনকে কিন্তু এক দুই 'সাআহ'' বা মুহুর্তই বলেছেন।

ধন্যবাদ!
337949
২৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ আগস্ট ২০১৫ রাত ১০:০৬
279539
মুক্ত কন্ঠ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ!
337956
২৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভালো লাগলো ধন্যবাদ।
২৬ আগস্ট ২০১৫ রাত ১০:০৮
279540
মুক্ত কন্ঠ লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম! ভাল লাগার জন্য আপনাকেও ধন্যবাদ।
337960
২৬ আগস্ট ২০১৫ রাত ০৮:০২
হতভাগা লিখেছেন :
আযান আর নামাযের মাঝের সময় কতটুকু? মাত্র পনেরো মিনিট।


০ এটা একেক জনের একেক রকম । ১ মিনিটও হতে পারে আবার ৯০ বছর বা তদুর্ধ্বও হতে পারে।

১৫ মিনিট কিভাবে একটু হিসেব করে বলবেন ?
২৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৫১
279531
মুক্ত কন্ঠ লিখেছেন : আমি পাঁচ ওয়াক্ত নামাযের মধ্যেকার কমন গ্যাপটাই ধরেছি। জন্মের পরের আযানের পর থেকে মৃত্যুর পরে জানাযার নামাজের মাঝে জীবনের সময়টুকু এই পাঁচ ওয়াক্ত আজান ও নামাজের গ্যাপটুকুর মতই! মাগরিবের নামাজ ধরলেতো মাত্র দুয়েক মিনিট।
আশা করি বুঝাতে পেরেছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File