ইংরেজি চার বর্ণের 'LOVE ' টার্মটি বড় রহস্যময়, জটিল!

লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১৬ আগস্ট, ২০১৫, ০১:০৩:৫৯ দুপুর



ইংরেজি চার অক্ষরের এই টার্মটি বড় রহস্যময় এবং জটিল। এটা পেলেও অশান্তি, না পেলেও অশান্তি!!

Near, far wherever u are,

You r in my heart,

and my heart will go on....

ব্যাপারটা এমন যে, ভালবাসার বসন্তের আগমন ঘটবে হৃদয়ে, তবে তাকে জায়গা দিতে গিয়ে হৃদয়টাকেই তার স্থান ছেড়ে বিদায় নিতে হবে!!!

এই 'LOVE' জিনিষটার সাথে সবাই ফুলকে কল্পনা করে, এঁর সাথে সম্পৃক্ত সবকিছুকেই মানুষ ফুল দিয়ে সাজায়। মানুষের জীবনের পুরো অংশ জুড়ে এঁর যেটুকু উপস্থিতি তা কি আসলেই ফুলেল? আমার তো মনে হয় বেশির ভাগই কাটা বিছানো, কন্টকাকির্ণ।

তাই নয়কি? কি বলেন আপনারা??

বিষয়: বিবিধ

১৭৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336152
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪২
নারী লিখেছেন : আমারো তাই মনে হয়।
এটা শুধু একটা বয়সের আবেগ। ধন্যবাদ।
১৬ আগস্ট ২০১৫ রাত ১০:৩৫
278149
মুক্ত কন্ঠ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!
336156
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:০১
নাবিক লিখেছেন : "love এ কোনো লাভ নাই শুধুই লস" প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে।
১৬ আগস্ট ২০১৫ রাত ১০:৪০
278150
মুক্ত কন্ঠ লিখেছেন : আমি কিন্তু প্রেমিক প্রেমিকার কোন টার্ম দেইনি। আমি মানুষের পুরো জীবন জুড়ে যে ভালবাসার উপস্থিতি রয়েছে সেটার কথাই বলেছি। হতে পারে সেটা স্বামি স্ত্রি, ভাই বোন, বাবা মা, আত্বীয় স্বজন কিংবা যে কারো জন্য। কোনটাই কিন্তু সুখকর নয়!
336173
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লাভ নাই শুধু লস!
১৬ আগস্ট ২০১৫ রাত ১০:৪৩
278151
মুক্ত কন্ঠ লিখেছেন : পাওয়ার চেয়ে হারানোর সংখ্যাটাই বেশি! ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File