বর্বর হত্যার বিচার চাই বর্বরতা দিয়েই।
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১৩ জুলাই, ২০১৫, ০২:৪০:৫১ রাত
বর্বর হত্যার বিচার চাই বর্বরতা দিয়েই।
ছাত্র লীগের ভায়েরা! আপনারা কি দেখেছেন এই ছবিটি? দেখেছেন বর্বর নির্যাতনের ফুটেজ? আপনাদের তো অনেক ক্ষমতা, অনেক প্রভাব। প্রশানসনের পেছনে আপনারা তো আরেকটি ছায়া প্রশাসন! সিভিলিয়ানরা নিজের হাতে আইন তুলে নেয়া কোনভাবেই আইনসিদ্ধ না হলেও প্রায়শঃই আপনারা তাই করেন। আমরা সব সময় এসবের প্রতিবাদের চেষ্ঠা করি। কিন্তু আজ! আজ প্রতিবাদ নয়। একটি করজোর অনুরোধ। মর্মান্তিকভাবে নির্যাতনে হত্যার শিকার রাজন নামের এই কিশোরের বিচারের ভার আপনাদের কাছেই অর্পণ করলাম। জানি, হত্যাকারীদের ধরা হয়েছে। জেলও হবে। তবে অর্থ এবং দুর্ণীতির সুযোগে জামিনটাও অনিবার্য, তাও জানি। আমরা এমন বিচার চাইনা। তাই আপনাদের কাছেই বিচার চাই। যে বন্যতার শিকার এই কিশোর, হত্যাকারীরাও তেমন বন্যতার স্বাদ আস্বাদন করুক, আমরা চাই। আর এমনটা আপনারাই পারবেন। কারণ, আপনারা অনেক ক্ষমতাবান। বন্যতায়ও আপনারা সিদ্ধহস্ত। বিশ্বজিৎ হত্যা এবং লগি বৈঠার ঘঠনায় আমরা তা দেখেছি। আমাদের মত করে পরিণতির কথা আপনাদের ভাবতে হয় না। দয়া করে এই বর্বর হত্যার বিচার বর্বরতা দিয়েই করুন। এতে করে ছেলেটির আত্না শান্তি পাবে। শান্তি পাব আমরাও। বিশ্বজিৎ হত্যার পাপটাও অনেকটাই মোচন হবে আশা করি।
সেলিম সামীর
নিউজ লিংক: http://www.banglamail24.com/news/2015/07/12/id/236243/
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা দলীয় ও প্রশাসনিক আনুকূল্য পেয়ে পার পেয়ে বহাল তবিয়তে থাকবে ।
রাজনদের যদি হাই প্রোফাইলের কোন নেতা থাকে হত্যাকারীদের নেতার চেয়ে প্রভাবশালী তাহলে জম্পেশ খেলা হবার সম্ভাবনা থাকবে ।
তবুও ওরা পার পেয়ে যাবে।
যে পুরুষ চুরি কে এবং নারী চুরি করে তাদের হাত কেটে নাও............
মন্তব্য করতে লগইন করুন