মাহে রমজানের পবিত্রতা রক্ষার মিছিলে পুলিশি বাধা!

লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১৮ জুন, ২০১৫, ০৪:০৪:৩৭ বিকাল



৯০% মুসলমানের দেশ বাংলাদেশে মাহে রমজানের পবিত্রতা রক্ষার মত শান্তিপূর্ন মিছিলে পুলিশি বাঁধা। অথচ অন্যান্য ধর্মের যাত্রা / মিছিল ইত্যাদি সম্পন্ন করতে পুলিশের ব্যাপক সহযোগিতা মিলে। কেন ?

ধর্মনিরপেক্ষতার দোহায় দিয়ে ইসলাম ধ্বংসের পাঁয়তারা করছে সরকার। এহেন ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে তৌহিদী জনতা জাগবে কবে !

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326608
১৮ জুন ২০১৫ বিকাল ০৪:২২
হতভাগা লিখেছেন :


এরকম স্টাইলে উতযাপন করলে মনে হয় ঝামেলা হত না।
১৯ জুন ২০১৫ রাত ০২:০৭
269013
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : http://www.monitor-bd.net/blog/bloggeruploadedimage/MinhazMasum/1434657932.jpg
অথবা এইভাবে..
326615
১৮ জুন ২০১৫ বিকাল ০৫:১২
শফিউর রহমান লিখেছেন : ৯০% মুসলমানের দেশে কত শতাংশ আল্লাহর দফতরে মুসলমান? এবং সেই মুসলমানদের মান কেমন?
326616
১৮ জুন ২০১৫ বিকাল ০৫:২৩
নীলাঞ্জনা লিখেছেন : চোর ছেঁচর মুসলিমের আবার পবিত্রতা রক্ষার মিছিল।
326618
১৮ জুন ২০১৫ বিকাল ০৫:২৯
কুয়েত থেকে লিখেছেন : তৌহিদী জনতা জাগবে কি করে তৌহিদ বাদদিয়ে সিরিক বিদয়াত নিয়েই তাওহিদ বাদিরা ঝগড়া বিবেদ করছে আর সরকার রাম বাম প্রতিষ্টায় ব্যস্ত। ৯২% মুসলমানের দেশে ৬০ থেকে ৮০% শিক্ষকই বিধর্মী। আর আলেম ওলামারা মূল কুরআনের শিক্ষা বাদ দিয়ে বোখারী খতম আর সফিনা খতম নিয়ে ব্যস্ত। এই জাতিকে আল্লাহ যদি রক্ষা করেন। ধন্যবাদ
২৫ জুন ২০১৫ সকাল ১১:১৪
269626
মুক্ত কন্ঠ লিখেছেন : চমৎকার বলেছেন।ধন্যবাদ।
326623
১৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
শেখের পোলা লিখেছেন : ৯০% মুসলমান ৭১ এ যে দস্তখত দিয়েছে তারই প্রাপ্য পেয়ে চলেছে৷ পরের টাকায় ফাস্ট কেলাস ট্রেনে চড়েছিল, সেই দেনা শোধ হচ্ছে৷
২৫ জুন ২০১৫ সকাল ১১:১৫
269628
মুক্ত কন্ঠ লিখেছেন : শেখের মতই বলেছেন! ধন্যবাদ!!
326635
১৮ জুন ২০১৫ রাত ০৮:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মন্তব্য নিস্প্রয়োজন!!
326655
১৮ জুন ২০১৫ রাত ১০:৫২
আবু জান্নাত লিখেছেন : ধর্মনিরপেক্ষতার দোহায় দিয়ে ইসলাম ধ্বংসের পাঁয়তারা করছে সরকার।
২৫ জুন ২০১৫ সকাল ১১:১৬
269631
মুক্ত কন্ঠ লিখেছেন : আসলেই তাই ঘটছে! ধন্যবাদ!!
326665
১৯ জুন ২০১৫ রাত ০১:২৩
প্যারিস থেকে আমি লিখেছেন : নামের মুসলমান হলে যা হয় আর কি।
326678
১৯ জুন ২০১৫ রাত ০২:০৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
হতভাগা লিখেছেন :এরকম স্টাইলে উতযাপন করলে মনে হয় ঝামেলা হত না।

অথবা এইভাবে..


রাত পোহাবার আর নেই দেরী? ইনশাল্লাহ..
২৫ জুন ২০১৫ সকাল ১১:১৮
269632
মুক্ত কন্ঠ লিখেছেন : সোবহে সাদিকের অপেক্ষায় রইলাম আমিও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File