প্রেমিকের সাথে সব কাম-ই করা যাবে!! মাগার বিয়ে বওন যাইবো না!!! (প্রসঙ্গ :মেয়েদের বিয়ের বয়স আঠারোর নীচে নামালে কঠোর আন্দোলনের ঘোষনা দিয়েছেন নারী নেত্রীরা)
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ২৬ মে, ২০১৫, ০৯:০৯:৫২ রাত
প্রেমিকের সাথে সব কাম-ই করা যাবে!!
মাগার বিয়ে বওন যাইবো না!!!
(প্রসঙ্গ :মেয়েদের বিয়ের বয়স আঠারোর নীচে নামালে কঠোর আন্দোলনের ঘোষনা দিয়েছেন নারী নেত্রীরা)
বয়সটাই ওদের কাছে সমস্যা! কিন্তু অল্প বয়সি প্রাইমারি পাশ মেয়েরা সহপাঠীর সাথে এ্যাফেয়ার করলে কোন সমস্যা নাই। হাই স্কুল পড়ুয়া মেয়েরা সহপাটি বা প্রেমিকের সাথে চুটিয়ে প্রেম করলে, ডেটিং করলে, এমনকি রুম ডেটিং হোটেল ডেটিং করলেও কোন সমস্যা নেই। আটারোর আগে যদি শরির চায় চাক, ক্লাশমেট বা বয়ফ্রেন্ড তো আছেই। সবকিছুই করো, কিন্তু বিয়ে করা যাবে না।
আগের যুগে ২৫ এর কোঠায় গিয়েও ধামড়া ছেলে মেয়েরা যৌনানুভূতির যে পরিণতিতে পৌছাতো না, আজকের ছেলেমেয়েরা চৌদ্দ পনেরোতেও পরিপুর্ণ যৌন জ্ঞান এবং অনুভুতিতে পৌছে যায়। কিশোর বয়সেই সব ধরনের কামাসুত্রা রপ্ত করে ফেলে। কিন্তু বয়সের বাধা, পরিবার ও সামাজিক বাধার কারনে শরীর মনের চরম আকাঙ্খা থাকলেও বৈধ ভাবে তা নিবারণের কোন পথ নেই। বিয়ের নামটি মুখেই নিতে পারবে না। এতে কু পথে যায় যাক, প্রেমিক/প্রেমিকার সাথে শোয় শোক, ধর্ষনের শিকার হয় হোক, কিন্তু বিয়ে করা যাবে না! কেন? এত চুলকানি কেন বিয়েতে?? নিজের চাহিদাটা বৈধভাবে মিটানোর সুযোগ দিতে কেন এত অনাগ্রহ??? আপনাদের হয়ত অল্প বয়সে যৌবনের চুলকানি ছিলনা। কিন্তু আজকের চৌদ্দ বছরের ছেলে মেয়েদের যে যৌবনের জোয়ার উঠে, ২৫ পেরোনোর আগেই তা ভাটার পথ ধরে তা বুঝতে চান না কেন?
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে যাহা বলেছেন তাহা ভাল বলেছেন এবং খাটি কথায় বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন