.........৬ মে': একটি কালো রাত
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ০৫ মে, ২০১৫, ০৮:২২:৫৯ রাত
২৫শে মার্চকে কালো রাত বলা হয়, কিন্তু ৬মে রাতের শাপলা চত্বর গনহত্যার কথা বিবেচনা করলে এ রাতকেই কালো রাত বলতে হবে। কারণ, ২৫ শে মার্চের রাতে পাকিস্তানি বাহিনী বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সম্পুর্ণ অন্দকারে গনহত্যা চালিয়েছিল এমনটা আমার জানা নেই, কিন্তু আ.লীগ সরকারের পোষা বাহিনী এমনটাই করেছে।
ওরা ঠের পেয়েছে একটি ইসলামী বিপ্লব বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা কঠিন হবে না। তাই ৫ই মে দিনভর ছাত্র লীগ পুলিশ লীগ মিলে আন্দোলন দমন করতে না পেরে ৬ই মে'র গভীর রাতে এই জঘন্য গনহত্যা চালিয়ে আন্দোলনকে স্তব্ধ করে দিতে চেয়েছে।
তবে এই আন্দোলনের শেষ ভাগে আদর্শহীন দলগুলোর মত ইসলামী নেতৃত্বেও পদ পদবির লোভ, ক্ষমতার লিপ্সা, নেতৃত্বের অযোগ্যতা, অদুরদর্শিতা, অন্তঃদ্বন্দ নগ্নভাবে প্রকাশ পেয়েছে। যা আন্দোলনকে চরমভাবে কলুষিত করেছে এবং নিকট ভবিষ্যতের সম্ভাব্য একটি ইসলামী বিপ্লবকে ধ্বংস করেছে। ধর্মপ্রাণ আম জনতার সম্পৃক্ততায় এমন একটি আন্দোলন হয়ত আর এক দুই দশকেও আমরা দেখবোনা।
এই গনহত্যার মধ্য দিয়ে ওরা মনে করেছে আন্দোলনকে স্তব্দ করে দিয়েছে, কিন্তু না! স্তব্ধ হয়নি, হেফাজতের আন্দোলন প্রাকটিক্যাল ফিল্ডে মুখ থুবড়ে পড়লেও মানুষের মাঝে যে চেতনা সৃষ্টি করেছে, এখন চলছে সে চেতনারই মনস্তাত্বিক বিপ্লব। এ বিপ্লব কবে ফিল্ডে এসে কিছু যোগ্য নেতৃত্বকে ভর করে উঠে দাড়াবে এখন শুধু সে অপেক্ষার পালা। আল্লাহ আমাদেরকে সেটা দেখার এবং অংশগ্রহনের তৌফিক দিন।
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন