এদের দলই (বিশেষ একটি দল) এদের কাছে ধর্ম!!!
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ২৫ জানুয়ারি, ২০১৫, ০৮:৪৯:০১ সকাল
একজন FB বন্ধু দেশিয় তালেবানের উত্থানের বিরুদ্ধে যুদ্ধের আহব্বান জানিয়েছেন। তার পোষ্টে করা আমার মন্তব্যকে এখানে সংশোধিত রিপোষ্ট করলাম।
আপনার চোঁখে তালেবানরা সন্ত্রাসী নাকি জঙ্গী? কয়েক দশক ধরে তারা তাদের মাতৃভুমির সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাকে সন্ত্রাস বলছেন? মরণপন লড়াই করে যে রাশিয়ার কবল থেকে দেশকে মুক্ত করল সেই লড়াইকে জঙ্গী কাজ বলেন? বর্তমানে দখলদার আমেরিকা ও যৌথবাহিনীর বিরুদ্ধে যে লড়াই চালিয়ে যাচ্ছে তাকেও আপনি জঙ্গী কর্মকান্ড বলেই চিত্রিত করছেন?
আপনি জানেন, রাশিয়ার বিরুদ্ধে তালেবান যুদ্ধকে এই আমেরিকাই স্বাধিনতা সংগ্রাম বলে সাহায্য করেছিল। এই আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থা 'CIA' তালেবান ও আল কায়েদাকে ট্রেনিং দিয়েছিল। অস্ত্র দিয়েছিল। কুটনিতিক ও কৌশলগত সব রকম সাহায্য দিয়েছিল। কিন্তু আজ তারাই দখলদার। তাই তালেবানরা আজ সন্ত্রাসী। আর আপনারাও তাদের শিখানো বুলি আওড়াচ্ছেন।
আপনি হয়ত রাজনীতি করেন বা কোন দলের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন। কখনও কি বিশ্ব রাজনীতির কৌশল, মারপ্যাচ নিয়ে চিন্তা করেছেন?? সরকার বিরোধী আন্দোলনকে জঙ্গি রুপ দিচ্ছেন, দেন। কিন্তু আপনার রাজনৈতিক স্বার্থে আর যাই করেন, একটি দেশের স্বাধিনতা যুুুদ্ধাদেরকে জঙ্গি বলে চিত্রায়িত করতে পারেন না। আমেরিকা আপনাদের মগজ ভালভাবেই ধুলাই করেছে! আপনাদের রাজনীতির স্বার্থে আরেক দেশের স্বাধিনতা সংগ্রামকে কলুষিত করার অধিকার আপনারা পেলেন কোথায়? তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধে আম জনতার অংশগ্রহনকেও জঙ্গি বলতে হবে? ধিক আমাদের এই মন মানষিকতার! দখলদার আগ্রাসনবাদী আমেরিকা যা শিখায় আমরা সে বুলি আওড়াই। আঞ্চলিক জাতিয়তাবাদের বিষ ঢুকিয়ে আমাদের মুসলিম পরিচয়কে ভুলিয়ে দিয়েছে। আজ আমরা মুসলিম নই, পুরোপুরি বাঙ্গালি!
আমাদের দলই (বিশেষ একটি দল) আমাদের ধর্ম!!
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
বাংলাদেশের মুক্তিকামী মানুষদের সৌভাগ্য যে ৭১ এ এই থিউরী আবিষ্কার হয়নি , নচেত ঐ সময়ে মুক্তিযোদ্ধারা সন্ত্রাসী বা জঙ্গি টাইটেল পেত । কারণ সে সময়ে আমেরিকা বাংলাদেশের বিপক্ষে ছিলো ।
প্রকাশ্য ধর্ম- নিরপেক্ষতার ধ্বজাধারীরা আজান দিয়ে এই কাজটি করে।
মূল কথা জানেন ?
হ অবশ্যই জানেন ।তালেবান আম্রিকা তৈয়ার করছিল মুসলিম কান্ট্রিগুলার তেল খাওয়ার লাইগা ।কোন এক পর্যায়ে তালেবানের সুমতি হৈল ।আর আম্রিকা তেল না পাইয়া তাগো উদ্যেশ্য ও সফল না দেইখা পর তালেবানরে সন্ত্রাসী জঙ্গী ট্যাগ মাইরা টকমারানি বানাই দিছে।এরপর তালেবানরা চিন্তা করল আসলে দেশের সম্পদ বাঁচাইতে হইব ,আম্রিকার বিপক্ষে যুদ্ধ কৈরা যাইতে হইব যাতে কইরা পপুলার হওয়া যায় ।
আম্রিকা সিস্টেমে ইরানরে লিলায়া দিল আর মুসলমানের মধ্যে এই সন্দেহ ঢুকায়া দিলো যে এরা আসলেই সন্ত্রাসী ।এইভাবে তালেবানরে সন্ত্রাসী বানাইয়া বিশ্ববাসীর সামনে উপস্থাপন করল আর বিশ্ববাসীও ঠিক ঐটাই ভাবল ।আম্রিকার মূলনীতি হৈল স্বদেশ রক্ষা করলেই জঙ্গী ,যেমন আম্রিকা হামাসরে কৈছিল ।আর জাতীসংঘ ঐ আম্রিকান মূলনীতি মাইনা চলে.......
মন্তব্য করতে লগইন করুন