আমাকে ক্ষমা করো হে আমার দেশ!

লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১৬ ডিসেম্বর, ২০১৪, ১২:৩১:৩৫ দুপুর



আজ ১৬ই ডিসেম্বর। বাংলাদেশের স্বাধিনতা সংগ্রামের 'বিজয় দিবস' আজ। এই বিজয়ের পেছনে আমার বাবাও ছিলেন একজন গর্বিত অংশিদার। সন্তান সম্ভবা প্রিয়তমা স্ত্রী কে রেখে মুক্তি সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলেন ৭১ এর উত্তাল মার্চের কোন এক কালো রাতে। ফিরেছিলেন স্বাধীনতার সোনালি সুর্য্যের উদ্ভাসিত আলোকমালায় মা-মাঠিকে স্নান করিয়ে। সেদিন যেন মুক্তির সতেজ নিঃশ্বাস নিয়ে ফিক ফিক করে হাসছিল গোঠা দেশ, প্রকৃতি, জনপদ।

অতঃপর.......

আজ সেই বিজয় দিবসে সেই বিজয়ের জন্য নিজেকে আর গর্বিত ভাবতে পারছিনা। যে ভাবে শেষ বয়সে আমার মুক্তিযুদ্ধা বাবাও তার সোনালি যৌবনের নয়টি মাসের সেই সংগ্রামে অর্জিত এই বিজয়ে আর গর্ববোধ করতে পারেনননি।

স্বাধিনতা অর্জন করা যত সহজ, স্বাধিনতা রক্ষা করা তত কঠিন। কথাটা আমাদের অস্থিত্বের ন্যায় সত্য।

দুঃখিত হে আমার দেশ! আমরা অথর্ব, আমরা অযোগ্য, সত্যিকার মুক্তির স্বাদ তোমাকে আস্বাদন করাতে পারলাম না আজও। আমরা যে আজ নিজ ঘরে পরবাসী।

আমাকে ক্ষমা করো হে আমার দেশ!

বিষয়: বিবিধ

১১২৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294866
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
সুমন আখন্দ লিখেছেন : ভালো লাগলো, বিজয়ের রঙে রঙিন হোক জীবন। শুভ কামনা।
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
238324
মুক্ত কন্ঠ লিখেছেন : আপনার জন্যও শুভ কামনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File