মগের মুল্লুক আর কাকে বলে!

লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১৩ অক্টোবর, ২০১৪, ১২:৫৯:১১ রাত

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সরকারদলীয় সাংসদ আব্দুল ওয়াদুদ দারা রাস্তা দিয়ে যাওয়ার সময় 'রাস্তা ভাঙা ঠিক করেন না কেন?' জনৈক যুবক একথা বলায় এমপি গাড়ি থেকে নেমে পুলিশ ডাকেন! পেটান, গ্রেপ্তারও করান তাদেরকে!

আজ দুপুর দেড়টায় সাংসদ দারা পুঠিয়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন। তিনি পুঠিয়া থানার বাঁশপুকুর গ্রামে পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড়ানো কিছু যুবকের মধ্যে মিঠুন (১৭) নামের একজন সাংসদকে উদ্দেশ করে বলেন, 'রাস্তা ভাঙা ঠিক করেন না কেন?'

ভালোতো, ভালোনা!!

সাংসদ হতে যখন জনগনের ভোট লাগেনা তখন জনগণের আর কানাকড়ি মুল্য থাকে?

ফ্রিতে পেটোয়া বাহিনীতো আছেই। একটু আধটু কাজে লাগালে দোষ কি?

একেই বলে মগের মুল্লুক!

বিস্তারিত পড়ুন এখানে

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273748
১৩ অক্টোবর ২০১৪ রাত ০১:৩৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সম্ভবতঃ মগেরা আওয়ামীলীগের চেয়ে ভালো ছিল

১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩০
217838
মুক্ত কন্ঠ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম। হ্যা, তাইতো মনে হচ্ছে!
273761
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৩:১৮
ইবনে আহমাদ লিখেছেন : আবু সাইফের সাথে একমত। মগেরা কিছুটা হলেও মানবিক ছিল।
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩২
217839
মুক্ত কন্ঠ লিখেছেন : আমিও একমত।
273883
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৩
মুক্ত কন্ঠ লিখেছেন : আমার মনে হয়, এদের দ্বারা আওয়ামি লীগের পাঁপটাই বালেগ হচ্ছে। যেমন করছে লতিব সিদ্দিকী। এসবের কারণে ব্যাক্তির চেয়ে তাদের দলের পাঁপের ঝুলিটাই পুর্ণ হচ্ছে। আর আল্লাহ সে পর্যন্তই সময় দেন।
274041
১৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হায়রে জনপ্রতিনিধি!!
জনগনের প্রশ্নের জবাব দেওয়ার এই ভাষা তাদের।
১৪ অক্টোবর ২০১৪ রাত ০২:১১
218035
মুক্ত কন্ঠ লিখেছেন : কারণ এরা অটো এমপি!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File