'আইএসআই' বিদেশি গোয়েন্দা, 'র' কি দেশি গোয়েন্দা?
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১৬ এপ্রিল, ২০১৪, ০৩:৩৫:১৯ দুপুর
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইএসআইএর গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়।কিন্তু সেই খবর আমাদের পেতে হলো ভারতীয় পত্রিকার মাধ্যমে। কারন সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে 'র'। ভারতীয় পত্রিকা এবং প্রথম আলোর তথ্যমতে বিমানবন্দরে 'র' এর এক কর্মকর্তা সেই ব্যক্তিকে সন্দেহ করে তার ছবি তুলে 'র' এর উর্ধ্বতন কর্মকতাদের কাছে সেই ছবি স্মার্ট ফোনের মাধ্যমে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই 'র' গ্রেপ্তার করে তাকে। আমরা জানতে চাই -
- ঢাকা এয়ারপোর্টে 'র' এর কর্মকর্তা কিভাবে দায়িত্ব পালন করে?
- 'র' এর কর্মকর্তা কিভাবে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে কাউকে গ্রেপ্তার করে?
- 'র' এর সুসজ্জিত ,চৌকষ কমান্ডো বাহিনী ঢাকা এয়ারপোর্টের কত কাছেই থাকে যে কর্মকর্তার পাঠানো মেসেজ পেয়ে তারা এসে কাঙ্খিত ব্যক্তিকে গ্রেপ্তার করে? তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? 'র' এর লোকজন এখন বাংলাদেশের ইমিগ্রেশন কন্ট্রোল করে।বিমানবন্দর ইমিগ্রেশনের মত স্পর্শকাতর তথ্য ভান্ডার এখন 'র' এর অধীনে। 'র' এর সর্বাত্বক সুসজ্জিত কোন কমান্ডিং অফিস ঢাকার অভ্যন্তরে বিমানবন্দরের খুব কাছেই আছে। 'র' এর কর্মকর্তারা প্রকাশ্যে বাংলাদেশের বিমানবন্দরের কর্মকর্তাদের সামনে থেকে কাউকে গ্রেপ্তার করছে , এর মানে হলো বাংলাদেশের ডিজিএফয়াই সহ সকল জাতীয় নিরাপত্তা সংস্থা 'র' এর এই উপস্থিতি জানে এবং তাদের সহযোগিতা-সম্মতিতেই 'র' প্রকাশ্যে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নির্দেশে, শেখ ফজলে নূর তাপস-নানক-মির্জা আজমের পরিকল্পনায় 'র' এর কমান্ডোবাহিনী যখন নৃশংস পিলখানা হত্যাকান্ড চালায় তখনই জাতীয়তাবাদীদের পক্ষ থেকে জানানো হয়েছিলো বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল প্রকার সামরিক-বেসামরিক গোয়েন্দা সংস্থা এখন ভারতের 'র' এর অধীনে চলে।
আমরা নিজস্ব সোর্স থেকে বিভিন্ন সময় বিভিন্ন খবর জানানোর মাধ্যমে সবাইকে বার বার সচেতন করেছি এই বলে যে, এখন 'র' এর কর্মকর্তারা বাংলাদেশে প্রকাশ্যেই দায়িত্ব পালন করছে ক্যান্টনমেন্টগুলোতে, র্যাবের ক্যাম্পগুলোতে। 'র' এর পরিকল্পনাতেই পিলখানা পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে গুম করা হয়েছে, যার সামান্য কিছু খবর বাইরে এসেছে এবং অনেকগুলোই আসেনি। আমাদের সকল বক্তব্যের সবচেয়ে জোরালো প্রমাণ আজ প্রকাশিত হলো। বাংলাদেশ এখন পরাধীন দেশ। বাংলাদেশ সেনাবাহিনী এখন আনুষ্ঠানিকভাবে ঘোষনা দিতে পারে যে তারা র' এর অধীনে একটি বি টীম।
কার্টেসিঃ বিডি ন্যাশনালিস্ট
পাকিস্তানিরা বিদেশি, ইনডিয়ানরা কি বিদেশি না? পাকিস্তানি গোয়েন্দাকে কোন আইনে আটক করা হল, ইনডিয়ান গোয়েন্দাদের কোন আইনে ছেড়ে দেয়া হল? আটককৃতকে কোন আইনে ইনডিয়ার হাতে তুলে দেয়া হল; যখন সে বাংলাদেশে গুপ্তচরগিরি করছিল?
এইসব প্রশ্নে চুশীল সমাজ ও মিডিইয়ার মুখে কুলুপ কেন?
আমাদের বাল সরকারের কথায় কথায় সংবিধান নিয়ে টানা হেচড়া। হাগতে মুত্তেও তারা সংবিধানেরর ধারা খুজে। এখন সংবিধান কোন কথা কয়না ক্যা? নাকি দাদাবাবুদের ব্যাপারে 'Ignore It' জাতীয় কোন ধারা আছে?
বিষয়: বিবিধ
২৪১৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
- ঢাকা এয়ারপোর্টে 'র' এর কর্মকর্তা কিভাবে দায়িত্ব পালন করে?
- 'র' এর কর্মকর্তা কিভাবে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে কাউকে গ্রেপ্তার করে?
- 'র' এর সুসজ্জিত ,চৌকষ কমান্ডো বাহিনী ঢাকা এয়ারপোর্টের কত কাছেই থাকে যে কর্মকর্তার পাঠানো মেসেজ পেয়ে তারা এসে কাঙ্খিত ব্যক্তিকে গ্রেপ্তার করে? তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? 'র' এর লোকজন এখন বাংলাদেশের ইমিগ্রেশন কন্ট্রোল করে।বিমানবন্দর ইমিগ্রেশনের মত স্পর্শকাতর তথ্য ভান্ডার এখন 'র' এর অধীনে। 'র' এর সর্বাত্বক সুসজ্জিত কোন কমান্ডিং অফিস ঢাকার অভ্যন্তরে বিমানবন্দরের খুব কাছেই আছে। 'র' এর কর্মকর্তারা প্রকাশ্যে বাংলাদেশের বিমানবন্দরের কর্মকর্তাদের সামনে থেকে কাউকে গ্রেপ্তার করছে , এর মানে হলো বাংলাদেশের ডিজিএফয়াই সহ সকল জাতীয় নিরাপত্তা সংস্থা 'র' এর এই উপস্থিতি জানে এবং তাদের সহযোগিতা-সম্মতিতেই 'র' প্রকাশ্যে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নির্দেশে, শেখ ফজলে নূর তাপস-নানক-মির্জা আজমের পরিকল্পনায় 'র' এর কমান্ডোবাহিনী যখন নৃশংস পিলখানা হত্যাকান্ড চালায় তখনই জাতীয়তাবাদীদের পক্ষ থেকে জানানো হয়েছিলো বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল প্রকার সামরিক-বেসামরিক গোয়েন্দা সংস্থা এখন ভারতের 'র' এর অধীনে চলে।
তারা তো আমাদের সর্বক্ষেত্রেই আছে।
মন্তব্য করতে লগইন করুন