টুডে ব্লগে অশালীন ছবিঃ মডুরা কই গেলো

লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১২ এপ্রিল, ২০১৪, ১১:২৫:২৮ সকাল

'খেলাঘর বাধঁতে এসেছি' নামক ব্লগার একটি পোষ্ট করেছেন রাত ৪.৩৯ মিনিটে। সাথে স্বল্প বসনা নারীর অশালীন ছবি। এ ধরণের ছবি টুডে ব্লগের মত প্লাটফরমে আমরা কখনই আশা করি না। কিন্তু মডুরা কি এখনও ঘুমাচ্ছেন? নাকি তারা এ ধরনের ছবি মডারেশনের প্রয়োজন বোধ করেন না। Worried এগুলো কি এখন তারা এ্যালাউ করছেন? নাকি মডারেটরদের ক্ষেত্রেও তেতুল তত্ব Tongue Tongue Tongue কাজ করছে? Tongue উক্ত ব্লগার এর আগে স্কেচ করা সম্পুর্ণ উলঙ্গ একটি নারীর ছবি পোষ্ট করেছিলেন। পরবর্তীতে তা রিমুভ করা হয়।

টুডে ব্লগ কর্তৃপক্ষ সরকারের সাথে কানামাছি খেলতে খেলতে অনেকটা ক্লান্ত হয়ে গেছেন। এখন কি নীতি নৈতিকতা আর শালীনতার ব্যাপারেও আপোষ করে ফেললেন? আমাদের ব্লগার ভাই বোনেরাও একদম নীরব। কোন প্রতিবাদ নেই। সবাই কেমন যেন বদলে গেছেন। জাদরেলরাও যেন হাওয়া হয়ে গেছেন! "বৃত্তের বাইরে"র মত ব্লগার খেলাঘরকে ফুল পোষ্টাইছেন। আজব!!!

আমি বুজতাম ফাররাম না। আমরা হখলর কিতা অইলো? মরালিটি নষ্ট অইযার নি! Smug Worried

আলোচ্য পোষ্টটি দেখার জন্য এখানে ক্লিক

বাবাকে নিয়ে লেখা আমার স্মৃতিচারণ

বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206347
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৩
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : অনেক ধন্যবাদ। মডারেটর ভাইদের আরও সচেতন হতে হবে।
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫২
155087
মুক্ত কন্ঠ লিখেছেন : শুধু মডারেটর নয় আমাদেরকেও অনেক সচেতন হতে হবে। ধন্যবাদ!
206354
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৮
বেআক্কেল লিখেছেন : পিটাইয়া শালীন কইরা লন। কিভাবে পিটাইতে হইবে বুদ্ধি বাইর করুন। কাউকে বাহির করলে আমনের গোস্বা সাময়িক ঠান্ডা হইবে মগর সমস্যার সমাধান হইবে না। তাই যেমন কুকুর তেমন মগুর বানাইতে হইবে, ঠিক জায়গায় মগুর দাবাইতে হইবে।
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৫
155093
মুক্ত কন্ঠ লিখেছেন : আপনের 'মুরগা'রে দিয়া ওদের চেতনার জায়গায় ভাল করে একটা খামচি দিলে কাম হইব। Winking ধন্যবাদদ!Good Luck
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩১
155099
বেআক্কেল লিখেছেন : আমনে হের পোষ্টে গিয়া দেখেন কিভাবে বাঁশ দিছি!
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
155227
মুক্ত কন্ঠ লিখেছেন : দেখেিছ। অনেক ধন্যবাদ। তবে মডারেটরদেরর দৃষ্ঠি আকৃষ্ট না হলে বাশ দিয়া কোন লাভ নাই!Worried
206378
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪২
এহসান সাবরী লিখেছেন : ব্যাপারটা অনেকের ই নজরে এসেছে।মডুদের
নজরে কেন আসেনা কে জানে!
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৩
155229
মুক্ত কন্ঠ লিখেছেন : সেটাইত বুঝতেছিনা। ধন্যবাদদ।।
206399
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৬
নূর আল আমিন লিখেছেন : পিডান ধৈরা
206441
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৭
এলিট লিখেছেন : এই যে আপনারা তাকে নিয়ে সমালোচনা করছেন। তার কথা লিখছেন। এতে কিন্তু তার পরিচিতি বাড়ছে। সে আসলে এটাই চায়। ওসব ফালতু পোস্ট, দেখা মানে আপনারই সময় নস্ট। দয়া করে এভাবে ওদের বিখ্যাত না বানিয়ে অন্য ব্যাবস্থা নিন।
- প্রত্যেক পোস্টের নীচে, মন্তব্যগুলো শুরু হবার ঠিক আগে, ডান পাশে একটা গোল লাল বাটন আছে। ওটা ক্লিক করে আপনি ওই পোস্টের ব্যাপারে "রিপোর্ট" করতে পারেন।
- সেটা না পারলে ইমেইল করে ব্যাপারটা মডারেটরকে জানাতে পারেন todayblog1@gmail
কিন্তু দয়া করে ওদের নামে লেখাখেখি করে ওদেরকে বিখ্যাত বানাবেন না।
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৫
155230
মুক্ত কন্ঠ লিখেছেন : ইমেইল লাগবে কেন? উনারা দেখেন না? তবে মডুদের কাজ কি? ধন্যবাদ মন্তব্যের জন্য!!!
206636
১২ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৭
আবু আশফাক লিখেছেন : মডারেটরদের আইন কিতাবে আছে গোয়ালে নেই। তাছাড়া হয়তো একটু আধুনিক হতে চাচ্ছে!!!!


একজোড়া খরম উপহার পেয়েছি। পড়ে আসতে পারেন
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:২০
155290
মুক্ত কন্ঠ লিখেছেন : তাইত দেখছি। ধন্যবাদ!
206669
১২ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এদের পোষ্ট এবং মন্তব্য এভয়েড করাই উচিত।
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:২০
155291
মুক্ত কন্ঠ লিখেছেন : তাহলে মডুদের কাজ কি?
206744
১৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৪
মাটিরলাঠি লিখেছেন : আপনার পোস্টটি দুপুরে দেখেছি, কি বলবো বুঝতে পারছিলাম না। যা বলতে চাচ্ছিলাম তা সুন্দর করে বলেছেন @এলিট ভাই (৫নং কমেন্ট)। @এলিট ভাইয়ের সাথে ১০০% সহমত।
214778
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৭
সুমাইয়া হাবীবা লিখেছেন : পড়েছিলাম আগেই। আবার নজরে এল। এদের ব্যপারে সবার রিপোর্ট করা উচিত। তাহলেই আর এমনটা ঘটবেনা।
০৪ মে ২০১৪ সকাল ০৯:২১
165323
মুক্ত কন্ঠ লিখেছেন : ধন্যবাদ। আবারো নজরে আসায় মন্তব্য করলেন, আগে করেননি কেন?Tongue
০৪ মে ২০১৪ দুপুর ০৩:৩০
165481
সুমাইয়া হাবীবা লিখেছেন : কারন আমি বেশিরভাগ সময় আইফোন থেকে পড়ি। আর আমার ফোনে বাংলা লিখা গেলেও খুব ভেজাল! তাই কমেন্ট করতে পারিনা। তবে ল্যাপটপে বসলে আমি চেষ্টা করি যারা নিমন্ত্রন দিয়েছিল খুজে খুজে তাদের নিমন্ত্রনের সম্মান রক্ষা করতে। কারন তারা তো আন্তরিকতা দেখিয়েই দেয় তাইনা!
০৪ মে ২০১৪ বিকাল ০৪:৩৩
165523
মুক্ত কন্ঠ লিখেছেন : আমি বুঝতে পারলুম।ধন্যেবাদ!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File