গিনেস বুকে এখনো রেকর্ড হয়নি বাংলাদেশের 'লাখো কন্ঠে জাতীয় সংগীত'
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ০৮ এপ্রিল, ২০১৪, ১২:৩৫:২২ রাত
গিনেস বুক এর সংশ্লিষ্ট ইভেন্ট পেজের লিংক পেতে এখানে ক্লিক করুন
কোটি কোটি টাকা খরচ করে 'গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে' নাম উঠানোর জন্য 'লাখো কন্ঠে জাতীয় সংগীত' নামক যে ইভেন্টটির আয়োজন করা হল তাতে উপস্তিত মানুষগুলোর দেশপ্রেম কতটুকু বেড়েছে জানিনা। দেশেরই বা কি লাভ হল সেই মাযেজাটা বুঝাও আমার জ্ঞানের পরিধির বাইরে। তবে যে রেকর্ড গড়ার জন্য এই আয়োজন সেই লক্ষ্যও এখন পর্যন্ত হাসিল হয়নি। সর্বোচ্চ সংখ্যক লোকের কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার রেকর্ডটি গিনেস বুকে এখনও ভারতের লখনৌ এর সাহারা পরিবারের নামে রয়েছে। তবে আমাদের অন্যরকম বিশ্বরেকর্ড হয়ে গেছে, 'পায়ের নীচে পতাকা'র রেকর্ড করে আমরা ভালভাবেই বিশ্ববাসিকে আমাদের দেশপ্রেমের জানান দিতে পেরেছি।
আমি 'গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে'র ফেসবুক পেজ এ প্রশ্ন করেছিলাম 'Where is the record of Bangladesh on this event? ' MOST PEOPLE SINGING A NATIONAL/REGIONAL ANTHEM SIMULTANEOUSLY'
তারা রিপ্লাই করেছে- 'Hi Shelim, our records team are currently awaiting evidence from the event organisers - Dan, Community Manager.'
তারা এখনো আয়েজকদের কাছ থেকে তথ্য প্রমান পাওয়ার অপেক্ষায় আছে।
তার মানে, আমাদের দেশপ্রেমিক বুজুর্গরা সর্বোচ্চ সংখ্যক লোকের কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার তথ্য প্রমান 'গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস' কর্তপক্ষের কাছে এখনো পাঠাননি অথবা চেতনা ব্যবসা করতে গিয়ে চেতনাহীন হয়ে যাওয়ায় এই কাজটি করতে বেমালুম ভূলে গেছেন।
ফেসবুক পেজের লিংক পেতে এখানে ক্লিক করুন
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
সহমত পোষন করছি!
মন্তব্য করতে লগইন করুন