চেতনাধারিদের অপদখলে আমার দেশের পতাকা!

লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ২৮ ডিসেম্বর, ২০১৩, ০৬:১৬:০৮ সন্ধ্যা



জাতীয় পতাকা তৈরিতেও নিষেধাজ্ঞা! পতাকা তৈরীর অপরাধে বিভিন্ন জেলায় দর্জি দোকানী আটক!! এ কোন দেশে বাস করছি! লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে।

সরকারের ছত্রছায়ায় যখন শাহবাগ নাটক মঞ্চস্থ হয় তখন শাহবাগি প্যারালাল সরকার যখন তখন পতাকা উঠানো নামানোর নির্দেশ দেয়, পতাকা দিয়ে চাঁদা তোলে, খেয়াল খুশিমত পতাকা ব্যবহার করেও অসাংবিধানিক বা পতাকার অবমাননা হয়না! অথচ বিরোধী দল গনতান্ত্রিক কর্মসূচীতে পতাকা নিয়ে গেলে এটা হয়ে যায় অসাংবিধানিক! একটি গনতান্ত্রিক দেশের জনগন গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশের পতাকা ব্যবহার করতে পারবে না, এমনকি যারা তৈরি করবে তারা পাকড়াওয়ের শিকার হবে, এরচেয়ে লজ্জাজনক বিষয় আর কী হতে পারে? পতাকা তৈরি করতে হলে পুলিশের অনুমতি নিতে হবে। কেন? এটা কি কোন নিষিদ্ধ বস্তু? নাকি জাতীয় পতাকা লীগারদের মনোপলী?

গণতান্ত্রিক দেশের নাগরিকরা সাংবিধানিক ভাবেই শান্তিপূর্ণ ভাবে যে কোন কর্মসূচী দেয়ার অধিকার রাখে। অথচ, 'মার্চ ফর ডেমোক্রেসি' র বিরুদ্ধে কত কি বক্তব্য শুনছি। কেউ বলছেন এই কর্মসূচী অসাংবিধানিক! কেউ বলছেন স্বাধিনতা বিরোধীদের পতাকা অবমাননার ষড়যন্ত্র! কেউ বলছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আসলে কোনটা সাংবিধানিক আর কোনটা অসাংবিধানিক কিছুই বুঝতে পারছি না। সবকিছু তালগোল পাকিয়ে ফেলছি। উঠতে বসতে, নাইতে খাইতে, হাগতে মুততে সবকিছুতেই মনে হয় এখন সংবিধানের ধারা খুজতে হবে। যদিও আওয়ামীলীগারদের বা চেতনা ব্যবসায়ীদের জন্য সবই সাংবিধানিক! দেশরত্ন(!) বললেন পুলিশের উপর আঘাত আসলে তারা বসে থাকবে না! আমি বলি, আপনার পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেবেন, কর্মসূচিকে ভন্ডুল করতে পদে পদে বাধা সৃষ্টি করবেন আবার এসব একগেয়ে বক্তব্য দিয়ে যাবেন এটা কেমন কথা? ঢাকামুখী জনস্রোতকে বাধাগ্রস্ত করে আবার শান্তিপূর্ণ পরিস্থিতি কিভাবে আশা করতে পারেন? শাপলা চত্বরে হেফাজতের স্মরণকালের মহা সমাবেশ (সত্যিকারের গণজাগরণ)এবং ঢাকা ঘেরাও কর্মসূচিকে বাধাগ্রস্ত করে পরিস্থিতিকে চরম অশান্ত এবং সহিংস করে তুলেছিলেন আপনারাই।

মেনন বলেছেন নয়া পল্টন থেকে 'সবাই লেজ গুঠিয়ে পালাবে।' কর্মসূচির ব্যাপারে আগেভাগেই এমন প্রত্যক্ষ হুমকি কতটা গণতান্ত্রিক এবং সাংবিধানিক তা চেতনাধারিরা ছাড়া এ পৃথিবীর আর কেউই মনে হয় বলতে পারবে না।

বিষয়: রাজনীতি

১২৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File