তেতুল চাটনী হলে সমস্যা নেই (কপি পেস্ট: বাশের কেল্লা)

লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ২৯ জুলাই, ২০১৩, ০৭:২৭:৩৪ সন্ধ্যা

শফী হুজুর মেয়েদের তেতুল বলায় শাহাবাগপন্থীরা হুজুরের

শাস্তি চাইলেন। অনেকে গ্রেপ্তার করার দাবী জানালেন।

প্রধানমন্ত্রী বিরোধীদল নেতাকে জড়িয়ে যা তা বললেন।

সুবোধ জ্ঞান সমপন্ন মিডিয়া টানা টকশো ও নিউজ

প্রচার করছে। শফী হুজুরের এত বড় সাহস তিনি মেয়েদের

তেতুল বলছেন ? শালা হুজুর সমপ্রদায় সব সময়

নোংড়া মানষিকতার হয়, অনেকে এমন কথা বলতে ছাড়লেন

না। এই হুজুরদের যারা জন্ম ও মৃত্যুতে পরম

ভক্তি করে ডেকে আনেন তারাও কম বললেন না। যখন

শফী হুজুররে নিয়া মিডিয়া চাউর ঠিক

তখনি বোমা ফাটালো একুশে টিভি।

একুশে টিভিতে দেখলাম ছাত্রলীগ

নেতা রামপুরা বনশ্রী এলাকায় প্রায় ২০০

বাসা ভাড়া করে নারী ব্যবসা করছে। আজ নিউজে দেখলাম

কুষ্টিয়ায় প্রায় দেড়শো স্কুল

পড়ুয়া কমলমতি ছাত্রীকে ধর্ষণ ও পরে পর্ন ভিডিও

ধারনের মাধ্যমে কোটি টাকায় আয় করছে এক যুবলীগ

নেতা, আওয়ামী সমর্থিত এক শিক্ষক, ইন্জিনিয়ার ও

প্রশাসন। এই রিপোর্ট করতে গিয়ে প্রশাসনের

কাছে নাজেহাল হন একুশের রিপোর্টার।

আমরা গাধা সম্প্রদায় বুঝলাম তেতুল

চাটনি করে খেলে বোধ হয় অন্যায় হয়না ? টকশোর সরব

একজন নারী নেত্রীও এই বিষয়ে মুখখুলনে না। ব্লাক

ডায়মন্ড রোকেয়া প্রাচীসহ আরো যারা আছেন

তারা কোনো আওয়াজ দিচ্ছেন না কেনো ? কিরে ভাই

তাদের সমস্যা কোথায় ? তারা নারীদের তেতুল

বললে তেলে বেগুনে জলে ওঠেন আর তাদের মদদপুষ্ট

সোনার ছেলেরা চাটনি করে খাইলে কোনো আওয়াজ

দেননা কেন ? বোধহয় তারা তেতুলের

চেয়ে চাটনী শব্দটা বেশী পছন্দ করেন। সমাজের

নারী অধিকারের নেত্রী সম্প্রদায়কে বলছি;

আপনারা নারীদের সন্মানের জন্য আন্দোলন করছেন

নাকি চাটনী বানাতে উৎসাহিত করছেন আমরা ঢের বুঝি।

ওটাই আপনাদের ব্যবসা।

বিষয়: বিবিধ

১৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File