মাঝির রাজনৈতিক ভাবোনা।"নারীর রাজনীতি উদ্ভাবন"
লিখেছেন লিখেছেন সাতসাগরের মাঝি ০৪ জুন, ২০১৩, ১০:১৯:০৪ সকাল
আথেলেটিক্স এ ছেলে মেয়েদের
আলাদা ইভেন্ট করা হয় কেন?
কোন কোন সমজাতীয় ইভেন্টে মেয়েদের
পারফরমেন্স ছেলেদের পারফরমেন্সের
অর্ধেক।অর্থাত একজন
ছেলে প্রতিযোগী ,একজন
মেয়ে প্রতিযোগীর দ্বিগুণ পারফরমেন্স
করতে পারলেই চ্যাম্পিয়ন হতে পারেন।শুধু
তাইনা বুদ্ধিবৃত্তিক গেমস গুলোতেও এক ই
দৃশ্য দেখা যায়।
আবার একাডেমিক ক্ষেত্রে,জব সেক্টরে সব
জায়গায় তাদের বিশেষ
কোঠা দিয়ে উপরে টেনে তোলা হয়।
রাজনৈতিক প্লাটফর্মে এই নাটক
আরো জমে গেছে।
কোঠা দিয়ে নেতা নির্বাচন!!!
এবার দেখি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট
।যা আরো বিনোদনীয়। সরকারদলীয় প্রধান
মহিলা,বিরোধী দলীয় নেতৃ মহিলা,জাতীয়
সংসদের স্পিকার মহিলা ।এরা কোন কোঠায়
ক্ষমতায় এসেছেন???
এরা এসেছেন মূলত পারিবারিক কোঠায়।কেউ
কোন পুরুষের স্ত্রী হওয়ার কারনে আবার
কেউ কোন পুরুষের মেয়ে হওয়ার কারনে।
তাহলে আমরা কি ধরে নেব রাজনৈতিক
নিয়মে রাষ্ট্রের চরম ব্যর্থতা মেয়েদের
অর্ধেক পারফমেন্সের ফলাফল!!!
তাহলে কি এতেই প্রমানিত হয়ে যায়
মেয়েরা সব দিক থেকে ছেলেদের
থেকে দুর্বল??????
বস্তুত তা কখনোই নয়।এই
ধারণা ভুল,ভুল,ভুল।চূরান্ত মিথ্যা এই
ধারণা আমাদের মনে জন্ম দিয়েছে এই
সামাজিক ব্যবস্হাটা।পুরাই
ভুলে ভরা সামাজিক ব্যবস্হা একটা ভুল
সংসোধন করতে যায়ে হাজারো ভুলের জন্ম
দিয়ে জনগনকে যে গ্যারাকলে ফেলে দিয়েছে কা
আছে সাধ্য শ্রোতের
বিপরীতে দাঁড়িয়ে তা থেকে মানুষকে রক্ষা করে
আসল কথা হলো নারী পুরুষ যে যার
ক্ষেত্রে হিরো হিরোইন।বিশ্বাস
নাহলে একজন পুরুষ আসুন আমার চ্যালেন্জ
গ্রহণ করে একটা সন্তান গর্বে ধারণ
করে সংসারে তারে বিকশিত করে দেখান।
এভাবে আরো কয়েক হাজার নারীদের একক
অবদান দেখানো যায়।
তাই হে মা,বোন,অর্ধাঙ্গী গণ হুসিয়ার
সাবধান যে ভাম
গুলো আপনাকে নিয়ে খেলছে তাদের
থেকে সাবধান।বরং সম অধিকারের সেই বৃত্ত
থেকে বেরিয়ে এসে "প্রাপ্ত অধিকার"
বাস্তবায়নের দাবীতে সোচ্চার হোন।
এখন কারো মনে যদি এমন প্রশ্ন
জাগে যে নারী সাংসারিক জীবনে এতো সফল
সে কেন একটি দেশ চালাতে পারবে না???
আমি জিগ্গেস করি" আমাদের নারী নেতৃদ্বয়
সাংসারিক জীবনে কত্তটা সফল ভাই???
বিষয়: রাজনীতি
১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন