কদর্যের প্রতি টান

লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৩২:২৪ রাত

মানব প্রকৃতির একটি দিক কদর্যের প্রতি টান । কদর্য বলতে আমি এখানে বুঝাতে চাই মন্দ । মন্দ তো তাই যা বিবেক অপছন্দ করে । বিবেকের দাবীই মূলত সত্য বা মন্দের বিপরীত -ভাল ।

কদর্য মানব চোখে রঙিন চশমা পরিয়ে দেয় । আর মনের গায়ে চড়িয়ে দেয় মন কাড়া রঙিন ছাপার চাদর। ফলে কদর্যের দাবীগুলো সুখকর লাগে । আর এই সুখ লাভের আশায় হাটতে থাকে কদর্যের পথে ।

কদর্যের সুখটা হচ্ছে শরীরের খুজলি- পাঁচড়া চুলকানোর স্বাদের মতো -যা চুলকানোর সময় বেশ ভালই লাগে । কেউ কেউ তো স্বাদের চোটে চোখ বন্ধ করে , দাঁতে দাঁত পিষে , মুখ ভেংচিয়ে , হাতে শক্তি বাড়িয়ে দিয়ে একাগ্র চিত্তে চুলকাতে থাকে ।

কিন্তু টের পায় তখন ,যখন জ্বলানিও মন খুলে দাঁতে দাঁত পিষে জ্বলে আর রক্ত বের করতে থাকে । এ সময় চুলকানেওয়ালা জ্বলানির জালায় ছট ফট করে আর উহ্‌ আহ্‌ শব্দ করতে থাকে । পাশের কেউ তখন ভাল কিছু বললেও ভীষণ রাগ ঠেকে ।কিন্তু সে রাগে জ্বালা কমে না - বরং খানিকটা বাড়েই ।

মানুষের জীবনে প্রতিটি পাপ , প্রতিটি কদর্যই এমন । কদর্যের মাঝে প্রকৃত কোন সুখ বা আনন্দ নেই । এগুলো সুখ বা আনন্দের চেহারায় আসলে দুঃখ -কষ্টের হাত ছানি । এ হাত ছানির দিকে যারা সাড়া দেয় তারা আসলে বিপদকে আনন্দের সাথে স্বাগত জানায় ।

সব শেষে একটি প্রশ্ন থেকে যায় । তাহল, আল্লাহ্‌ কেন এই কদর্যের অনুভূতি দিলেন ?

এর কারণ হল - আল্লাহ্‌ মানুষকে এর মাধ্যমে পরীক্ষা করছেন । তাই সাথে ভালর জ্ঞানও দেয়া হয়েছে পূর্ণরুপে ।

এখন বান্দার ইচ্ছা,- চাইলে কদর্যের পথ ধরে জাহান্নামে যেতে পারে , অথবা যেতে পারে ভালকে গ্রহণ করে চির সুখের জান্নাতে ।

বিষয়: বিবিধ

১৫৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File