@}; মিলন মেলা পোষ্ট {১৪} Rose বিষয়ঃ-সুন্দর জীবনের জন্য চাই স্রষ্টার দাসত্বRose

লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ২৪ আগস্ট, ২০১৩, ০৭:০০:১৪ সন্ধ্যা

আস্সালামু আলাইকুম ।

মিলন মেলার আজকের আসরে সকলকে সুস্বাগতম। আজকের বিষয়ঃ সুন্দর জীবনের জন্য চাই স্রষ্টার দাসত্ব।

আল্লাহ্‌ তাঁর সকল সৃষ্টিরাজীর জন্য দূ’ধরনের আইন তৈরী করেছেন । একটি মানুষ ও জিনের জন্য, অপরটি অন্যসব সৃষ্টির জন্য । মানুষ ও জিনের জন্য তৈরী আইনটি তাদের জানানো হয়েছে যে সব মাধ্যমেঃ

একঃ সৃষ্টিগতভাবে।

দুইঃ নবী ও রাসূল।

তিনঃ আসমানী কিতাব।

মানুষ ও জিনকে এসব আইন মানতে বাধ্য করা হয়নি । দেয়া হয়েছে আনুগত্য ও নাফরমানীর পূর্ণ স্বাধীনতা। কিন্তু নির্দেশনা দেয়া হয়েছে যে, মানলে এপার-ওপার দুপারেই কল্যাণময় জীবন লাভ করবে। নচেৎ দূ’কুলেই শামিল হবে দূর্ভাগাদের কাতারে। অপর আইন। যা সৃষ্টিজগতের অপরাপর সৃষ্টির উপর আল্লাহ নিজেই জারী করে দিয়েছেন। যা তারা স্বেচ্ছায়ই পূর্ণ রুপে তা মেনে চলছে। আর ওটা মেনে চলতে তারা বাধ্য। অবাধ্য হওয়ার কোন ক্ষমতা বা স্বাধীনতা তাদের নেই।

আবহমান কাল থেকে মানুষ শান্তির কাঙ্গাল হলেও শান্তির আসল পথটি মানুষ সময় সময় এড়িয়ে চলেছে। ফলে অশান্তির দাবানলে জ্বলে পুড়ে মানুষ বারবার হয়েছে নিষ্পেষিত। শান্তির একটাই পথ-জীবনের সকল ক্ষেত্রে স্রষ্টার আইন মেনে চলা এর কোন বিকল্প নাই-হতেই পারেনা। চাঁদ, সূর্য, গ্রহ, তারা-এই বসুন্ধরার সব কিছু স্রষ্টার নিয়মের গোলামী করছে যথাযথ ভাবে। আর তাই বলেই পৃথিবীর এসব অংগনে নাই অশান্তি এবং বিশৃংখলা। কিন্তু যেখানেই মানুষের আবাস আর পদচারণা, সেখানে অশান্তি, অবনতি আর বিশৃংখলা। বিশ্বের ইতিহাস সাক্ষ্য দেয় যে, যে জাতি তাদের স্রষ্টার আইন অনুযায়ী চলেছে, স্রষ্টার আইনের কাছে নতি স্বীকার করে স্রষ্টার গোলামী করেছে, তারা সর্বকালে ব্যক্তি ও সামাজিক জীবনে উন্নতির চরম শিখরে আরোহন করেছে। আজকের অশান্ত পৃথিবীকে শান্তিময় করতে আর বিশৃংখল বনি আদমকে উন্নতির শিখরে পৌছাতে হলে চাই স্রষ্টার যথাযথ গোলামী। এজন্য এগিয়ে আসতে হবে বিশ্ব মানবতাকে।

সুপ্রিয় ব্লগার ভাই ও বোনেরা, আসুন আজকের মিলন মেলাতে আলোচনা করি" স্রষ্টার গোলামী" নিয়ে। শুরু করি সকলে মিলে বিসমিল্লাহ বলে।

বিষয়: বিবিধ

২০০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File