সম্পদ শ্রেষ্ঠ না জ্ঞান ?- এ প্রশ্নের উত্তরে আলী (রাঃ) দশটি অসাধারন জবাব ।

লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ২৫ জুলাই, ২০১৩, ১০:১৫:৪৫ রাত

একবার ১০ জন লোক আলী রাঃ নিকট হাজির হল এবং বলল , আমরা আপনাকে একটা প্রশ্ন করবার অনুমতি চাচ্ছি । হজরত আলী রাঃ বললেন , স্বাধীনভাবে আপনারা প্রশ্ন করতে পারেন ।

তারা প্রশ্ন করল , " জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটা ভাল এবং কেন ভাল ? অনুগ্রহ করে আমাদের প্রত্যেকের জন্য একটি করে জবাব দিন । "

জবাবে হজরত আলী রাঃ নিম্নের ১০ টি জবাব দিলেন ।

১- জ্ঞান হলো মহানবীর (সঃ) নীতি , আর সম্পদ ফেরাউনের উত্তরাধিকার । সুতরাং সম্পদের চেয়ে জ্ঞান উত্তম ।

২ - তোমাকে সম্পদ পাহারা দিতে হয় , কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দেয় । সুতরাং জ্ঞান উত্তম ।

৩- একজন সম্পদশালীর যেখানে শত্রু থাকে অনেক , সেখানে একজন জ্ঞানীর অনেক বন্ধু থাকে । অতএব জ্ঞান উত্তম ।

৪- জ্ঞান উত্তম , কারণ এটা বিতরণে বেড়ে যায় , অথচ সম্পদ বিতরণে কমে যায় ।

৫- জ্ঞান উত্তম , কারণ একজন জ্ঞানী লোক দানশীল হয় , অন্য দিকে সম্পদশালী ব্যক্তি হয় কৃপণ ।

৬- জ্ঞান চুরি করা যায় না , কিন্তু সম্পদ চুরি হতে পারে। অতএব জ্ঞান উত্তম ।

৭- সময় জ্ঞানের কোন ক্ষতি করেনা , কিন্তু সম্পদ সময়ের পরিবর্তনে ক্ষয় পেয়ে যায়, নষ্ট হয়ে যায় । সুতরাং জ্ঞান উত্তম ।

৮- জ্ঞান সীমাহীন কিন্তু সম্পদ সীমাবদ্ধ এবং গোনা যায় । অতএব জ্ঞান উত্তম ।

৯- জ্ঞান হৃদয়- মনকে জ্যোতি র্ময় করে , কিন্তু সম্পদ একে মসিলিপ্ত করার মত । সুতরাং জ্ঞান উত্তম ।

১০- জ্ঞান উত্তম । কারণ জ্ঞান মানবতাবোধে উদ্বুদ্ধ করে যেমন আমাদের মহানবী (সঃ) আল্লাহকে বলেছেন ঃ " আমরা আপনার উপাসনা করি , আমরা আপনারই দাস " অন্যদিকে সম্পদ ফেরাউন ও নম রুদকে বিপদগ্রস্ত করেছে - তারা দাবী করেছে তারাই ইলাহ ।

বিষয়: বিবিধ

১৪৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File