এক আল্লায় বিশ্বাসীদের জন্য রোজার বিশেষ অফার

লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ১২ জুলাই, ২০১৩, ০৯:১১:২৫ রাত



[img]http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedimage/zaberbinzakir/13736

রমজান মাস বিশ্বাসীদের জন্য আল্লাহ্‌র পক্ষ থেকে এক মহান নেয়ামত । গোটা বিশ্ববাসীর জন্য এক বিশেষ রহমত । অসহায় মানুষের জন্য সহায়তার কোমল স্প র্শ। পাপীদের পাপ মোচনের এক বিশেষ সুযোগ । হতাশের আশার আলো । জাহান্নামীদের মুক্তি পাবার এক মহান মৌসুসম ।

== এক আল্লায় বিশ্বাসীদেরকে রোজা যা শিখায় ঃ-

এক ঃ- আল্লাহ্‌র হুকুম মানাই হচ্ছে বান্দার সব থেকে বড় জরুরী কাজ ।

দুই ঃ- গোপনেও অপরাধ করা যাবেনা - কারণ , আল্লাহ্‌ সব সময় সব খানে মানুষকে দেখেন ।

তিন ঃ - ধৈর্য্যের মতো মহান গুনে গুণান্বিত করে ।

চার ঃ- সংযমী হতে শিখায় যা সুস্থ্য জীবনের জন্য অত্যন্ত জরুরী ।

পাঁচ ঃ- ক্ষুধার যন্ত্রনা যে কত কষ্টের তা উপলব্ধি করতে শিখায় ।

ছয় ঃ- গরীব - অসহায় মানুষদেরকে ভাল বাসতে শিখায় যা সমাজে না থাকলে সমাজ পাশবিকতায় ছেয়ে যায় ।

সাত ঃ- আপন জবানকে সমস্ত অশ্লীল ও নিরর্থক কথাবার্তা থেকে রক্ষা করতে শিখায়।

আট ঃ- শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে অন্যের অনিষ্ঠ করা থেকে হেফাজত করে ।

== রমজানের বিশেষ অফার ঃ

এক =ঃ একটি রোযার বিনিময়ে আল্লাহ্‌ তার বান্দাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের দূরত্বে নিয়ে যান । এভাবে বান্দা এক মাসে জাহান্নামের আগুন থেকে নিজেকে ২১০০ শত বছরের দূরত্বে নিয়ে জেতে পারে ।

দুই =ঃ একটি ফরজ আদায়ের বিনিময়ে ৭০ টি ফরজ আদায়ের সওয়াব দেয়া হয় । এভাবে দৈনিক মাত্র ১৭ রাকাত ফরয নামাজ আদায়ের মাধ্যমে ৫১০ রাকাত ফরয নামাজ আদায়ের সওয়াব অর্জন করা যায় । আর এভাবে বান্দা এক মাসে অর্জন করছে ৩৫৭০০ রাকাত ফরয নামাজ আদায়ের সওয়াব ।

তিন =ঃ এমাসেই রয়েছে লাইলাতুল কদর নামক মহান রাত । এ রাতটি লাভ করতে পারলে ৮৩ বছর ইবাদত করার সওয়াব পাওয়া যাবে । এটি পেতে হলে রমজানের শেষ দশ দিনের বেজোড় রাতগুলোতে ইবাদত করতে হবে ।

চার =ঃ এমাসে একটি নফল কাজ করলে বিনিময়ে একটি ফরজ আদায়ের সওয়াব দেয়া হবে ।

পাঁচ =ঃ এমাসে একজন রোজাদারকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব দেয়া হবে ,- যদি তা এক গ্লাস পানি দিয়েও হয় ।

ছয় =ঃ এমাসে শুধু আল্লাহ্‌র জন্যে রোজা রাখলে বান্দার পেছনের সমস্ত পাপ মাফ করে দেয়া হবে । রাসূল (সঃ) এর হাদীস অনুযায়ী বান্দার অবস্থা হবে সেদিনের মতো যেদিন সে জন্মগ্রহণ করে ছিল - অর্থাত , একটি নিষ্পাপ শিশুর মতো ।

অতএব আসুন , আমরা নিজেদেরকে একজন সত্যিকার মুসলিম হিসেবে গড়ে তুলি

বিষয়: বিবিধ

১৫১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File