যালিম আর পাপিষ্ঠদের রোষানলে আল্লামা সাঈদী
লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ০১ জুলাই, ২০১৩, ১০:৪২:১৯ রাত
আমরা শুনেছি আপনি পেরেশান হয়ে আছেন - দেশ, ইসলামী আন্দোলন, এবং ক র্মী ভাইদেরকে নিয়ে । আমরা আপনাকে কথা দিচ্ছি , আমাদের একজন ভাই জীবিত থাকা পর্যন্তুও ইসলামী আন্দোলন চলবে । সত্য প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চলবে আমাদের দেহের সর্বশেষ রক্ত ফোটা আল্লাহ্র রাস্তায় নাজরানা দেয়া পর্যন্তু , ইনশা আল্লাহ্ ।
হয়তো দ্বীন বিজয়ী হবে , নয়তো আমরা সবাই আমাদের প্রিয় মাবুদের কাছে গিয়ে হাজির হব -ইনশাআল্লাহ্ । পৃথিবীর কোন শক্তি আমাদেরকে নিবৃত করতে পারবেনা এ কাজ থেকে ইনশাআল্লাহ্ । কারণ , আমরা মৃত্যুকে জীবনের শেষ অধ্যায় মনে করিনা , মৃত্যুকে মনে করি চিরস্থায়ী জীবনে প্রবেশের দরজা মাত্র ।
= হে যালিমরা !
তোরা আসলে পশু । না, বরং তার থেকেও অধম । তোরা মৃত্যুর ভয় দেখাচ্ছিস এমন ব্যক্তিকে যে নাকি শাহাদাতের তামান্নায় বেকারার । তোদের জ্ঞান বুদ্ধি তোদেরকে পশুর থেকে উপরে তুলতে পারলনা । হায় আফসোস ! একটা পশুও তার স্রষ্টার আইন মেনে চলে ।আর তোরা ! নিজেরা তো মানই না - বরং যারা মানে এবং মানাতে চায় তদেরকে তোদের সহ্য হয়না । একটু বিবেক খাটিয়ে দেখ , তোদের জন্য কতজন মানুষ জীবন দিবে ? কিন্তু আল্লামা সাঈদীর জন্য জীবন দিতে প্রস্তুত অসংখ্য মানুষ । ইতিমধ্যেই তার প্রমান দুনিয়াবাসী দেখেছে । আর তোদের মৃত্যুতে জানাজার মানুষ তালাশ করেও পাওয়া জায়না ! সে ইতিহাস কি ভুলে গেছ ?
শুনে রাখ হে যালিম সম্প্রদায় ,
তোদের যত জ্বালা, জামাত আর শিবিরকে নিয়ে ! জামাত-শিবিরকে নিশ্চিহ্ন করার জন্য সকল শক্তি নিয়োগ করেছ !
= জামাত- শিবির কচুপাতার পানি নয় যে, একটু নাড়া দিলেই পড়ে যাবে ।
= ভাসমান শেওলা নয় যে, স্রোতে ভেসে যাবে ।
- খড় কুটো নয় যে , বাতাসে উড়ে যাবে ।
- জামাত-শিবিরকে কামড়াতে চাইলে তোদের দাঁত ভেঙ্গে যাবে , হজম করতে চাইলে তোদের পেট ফেটে যাবে ইনশাআল্লাহ্ 96316.jpg" />
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন