খামচে ধরা অনুভূতিঃ পর্ব -৩

লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ২৪ জুন, ২০১৩, ১০:৪৪:২১ রাত



[img]http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedimaআনিকা বলল ভাইয়া, ওনার নাম নাইম । ওনিও পর্যটক । ওনি একজন আধুনিক মানুষ ।আমরা কি আধুনিক নই ? প্রশ্ন করেই হেসে ফেল্ল আরিফ । ওনাদের মতো অত উঁচু আধুনিক হতে পারিনি আমরা । ওহ তাই ! ভাইয়া ওনার সংগে আমার কথা হচ্ছিল । একটু বাকী আছে বলব ? হ্যাঁ হ্যাঁ বল ।আমি তাহলে আরেকটু হেটে আসি , বলেই আরিফ সাহেব চলে গেলেন । ______আনিকা বলল নাইম সাহেব, ওনি আমার বড় ভাই ,ওনার নাম আরিফুল হাসান । সবাই আরিফ ভাই বলে ডাকে । যাই হোক , আপনি দেশের উন্নতির ব্যাপারে কথা বলছিলেন । বলেছেন , দেশের সব উন্নতিই এই বোরখার জন্য রুদ্ধ হয়ে আছে । এবার আপনি আমাকে বলেন , ___এদেশের অসংখ্য মেয়েরা ধর্ষনের শিকার হয়েছে এবং হচ্ছে ।ধর্ষন করে তাদেরকে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা হচ্ছে । কাউকে শ্বাস রোধ করে ।কাউকে জবাই করে ।কারো গায়ে এসিড ঢেলে দিয়ে । কাউকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে ।কাউকে বিষ পান করিয়ে । এমনকি কাউকে হত্যার পর তার লজ্জাস্থানে রড ঢুকিয়ে রাস্তার পাশে ফেলে রাখছে এবং কাউকে তার স্পর্শকাতর অঙ্গগুলোকে কেটে কেটে গাছের ডালে ঝুলিয়ে পর্যন্তু রাখা হয়েছে । আর এসবই করছে আপনাদের মতো আধুনিক মানুষেরা - যা হিংস্র পশুরা পর্যন্তুও কল্পনা করতে পারেনা । দেশের এমন একটি সেক্টরও নেই যেখানে দূর্নীতি আর ঘুষ নেই । ঘুষ তো এখন পাওনা হয়ে দাঁড়িয়েছে । দেশের প্রত্যেক অলিগলিতে সন্ত্রাসীদের তাণ্ডবে আজ মানুষ দিশে হারা । শুধু মাত্র রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার অপরাধে হাজার হাজার নিরীহ নিরপরাধ মানুষের নামে মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে জেল গুলি ভরে ফেলেছে । রিমান্ডের নামে এসব মানুষদের ওপর চালানো হচ্ছে অমানুষিক নির্জাতন । তার পর , মালে ভেজাল দেয়া , ওজনে কম দেয়া , প্রতারনা করা , মিথ্যা বলা - এমন কোন অপরাধ নেই যা এই সমাজে অহরহ ঘটছেনা । আমাকে বলুন এর কোনটা বোরখা পরার কারনে হচ্ছে ? জবাব দিন । চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন ! এসবই কি আপনাদের আধুনিক উন্নতির জোয়ার ? আমি জানি এর উত্তর আপনি দিতে পারবেননা । কারণ , এই সকল অপরাধই হচ্ছে আপনাদের মতো উঁচু আধুনিক মানুষদের দ্বারা । তার পরেও আপনারা বোরকাকে সহ্য করতে পারছেন্না । কারণ কি ? কারণ হল , বোরখা না পরে এদেশের মেয়েরা সবাই যদি অর্ধনগ্ন হয়ে দিনরাত আপনদের মাঝে চলাফেরা করে , তাহলে আপনাদের আধুনিক খোলসটার ভেতরে যে কুৎসিত সত্ত্বাটি আছে সে মেয়েদেরকে যখন খুশী যেভাবে খুশী ভোগ করতে পারবে । ধিক আপনাদের এই কুৎসিত দূর্গন্ধময় আধুনিকতাকে । =- শোনেন নাইম সাহেব , বর্তমানে আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবী করছি , আমদের বিপর্যয়ের প্রধানতম কারণ হচ্ছে তিনটি । # এক- আমাদের মধ্যে ইসলামের যথার্থ জ্ঞান না থাকা । # দুই - বাস্তব জীবনে ইসলামকে মেনে না চলা । #তিন - পাশ্চাত্যের অন্ধ অনুসরণ করা । __এই তিনটি রোগ থেকে যতদিন না পর্যন্তু আমরা সুস্থ হব , তত দিন পর্যন্তু আমাদের সমাজ বিপর্যয়ের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবেনা । আল্লাহ্‌ আমাদেরকে রক্ষা করুন । আপনি এখন যেতে পারেন ।

বিষয়: বিবিধ

১৪৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File