যে মস্তক আল্লাহ্‌র দাসত্বে নুয়ে পড়ে

লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ১৭ জুন, ২০১৩, ০৯:১৩:২৮ রাত





যে মস্তক আল্লাহ্‌র দাসত্বে অবনত হয়ে যায় সে মস্তক ধন্য - সফল - আসলেই মগজধারী । আর যার মস্তক আল্লাহ্‌র গোলামী বিমূখ সে ব্যর্থ - মূর্খ - আর চরম নির্বোধ । _______________ধিক সেই মস্তকধারীকে, যে দুনিয়া পূজা বুঝল কিন্তু এটা চিন্তা করল না - কে তার স্রষ্টা ? কি জন্যে সে এখানে আসল ? কত দিন তার থাকবার সুযোগ ? কোথায় তাকে যেতে হবে ? কোন গুণগুলো থাকলে তাকে মানুষ বলা যায় ? ___________ হাজার সালাম সেই মস্তকধারীকে, যে পৃথিবীর কোন জ্ঞান অর্জন না করেও, বিত্ত্ব- বৈভবের মালিক না হয়েও, দারিদ্রের সব যাতনা সয়েও আপন প্রভূর গোলামীতে কোন শৈথিল্য করেনা - কারণ, সে জানে আসল সফলতা সেটাই যা আসবে পরকালে ।

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File