ওগো দয়াময়

লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ১৫ জুন, ২০১৩, ০৭:৩৩:৫১ সন্ধ্যা





তুমি তো বান্দার খালিক্ব মালিক ইলাহ আর রব, মিটাও ক্ষুদা-চাওয়া-পাওয়া মোদের আর যাকিছু সব । তোমার দয়ার ভিখারি নয় এমন কে আছে ভবে ! যা কিছু আছে উভয়লোকে মোহতাজ তব দ্বারে সবে। তুমি যাকে চাও খুলে দাও দ্বার করুণা তোমার স্বীয়, যাকে চাও তুমি বন্ধ করে দাও এও যে শক্তি তোমার স্বীয়। তোমার দয়ার নাই সীমা নাই -নাই শক্তি গ্নার, তবু যে মোরা চলছিনা সে পথে যে পথে সন্তোষ তোমার । তুমিই আকুতি করছো কবুল যদিও তা হৃদয় লোকে সুপ্ত ! কি হল দাসের ভাবছেনা তা তবে কি বিবেক লুপ্ত ! তোমার শোকর করতে হে রব দাওগো শক্তি মোদের , নইলে আযাব আসবেই ধেয়ে পড়লেই গিয়ে গোরে । তোমার করুণার বাইরে মোদের নাই যে কিছু আর ভবে , একথা ভূলে গর্ব করেছে যারা সফল হল তারা কবে !?

বিষয়: বিবিধ

৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File