ঝরনা ও মুমিনের জীবন
লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ১৪ জুন, ২০১৩, ০৯:১৫:৪৮ রাত
মুমিনের জীবন হওয়া উচিৎ এমন এক নির্মল ঝরনার মত যা অবিরাম গতিতে বয়ে চলছে ।এমন ঝরনা থেকে যেমন সকল বর্নের ,সকল ভাষার ,সকল শ্রেণীর আর সব ভূখণ্ডের মানুষ পবিত্র পানি পান করে পিপাসা মেটাতে পারে, ঠিক তেমনিভাবে মুমিনের জীবন ঝরনা থেকেও সকল মানুষ উপকৃত হতে পারে ।ঝরনা যেমন পানি বিতরণে কোন পক্ষপাত করেনা, মুমিনও তেমন হবে । ঝরনার পানি যেমন পানকারীর পিপাসার্ত হৃদয়কে শান্ত-শীতল করে দেয়, মুমিনও তার পরশে আসা ব্যক্তিকে চরিত্র দিয়ে মুগ্ধ করে দেবে ।ঝরনার পানি যেমন নির্মল হওয়ার সাথে সাথে সুপেয়ও, মুমিনও হবে তেমনি- উন্নত চরিত্র আর বিশুদ্ধ জীবনের পাশাপাশি সমুদ্রের মতো উদার ও আসাধারন কোমলও হবে । ঝরনার প্রবাহ যেমনি দর্শকের হৃদয় লোককে পুলক আর কৌতহল দিয়ে মাতিয়ে তোলে, ঈমানী জীবনের অধিকারী মুমিনের ক্ষেত্রেও এর ভিন্নতা হবেনা । ঝরনার পানিতে তাকালে তার বুকসহ গোটা পরিধিতে থাকা ছোট পাথর কণাটিও কোন যন্ত্র ছাড়াই যেমন সুস্পষ্টভাবে দেখা যায়, মুমিনও হবে এমন যেন তার দিকে তাকালে আদর্শের প্রতিটি ছবি অশীতিপর বৃদ্ধও দূর্বল চোখে দেখতে পায় ।
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন