সব দায় কি হেফাজতে ইসলামের? শুধু কি তারা ই মুসলমান? তাহলে আপনি আমি কি?
লিখেছেন লিখেছেন আলোর সন্ধানে ২৩ জুন, ২০১৩, ০৭:১৭:৪১ সন্ধ্যা
যদি প্রশ্ন করা হয়! আপনি কি চান বাংলাদেশে ইসলামী আইন চালু হোক! বেশিরভাগ মানুষ ই বলবে ১০০% চাই, নিজেকে প্রশ্ন করুন(!) ইসলামী আইন চালু করার জন্য আপনি কি ভূমিকা পালন করছেন?? সব দায় কি হেফাজতে ইসলামের? শুধু কি তারা ই মুসলমান? তাহলে আপনি আমি কি? আমরা এত ভীতু মুসলমান যে, আমরা এখন সরকারের ভয়ে ফেবুতে পর্যন্ত কিছু লেখিনা
আমি চাই আওয়ামীলীগ সরকার আবার ক্ষমতায় আসুক!!!!! তারা ইসলাম/মুসলমানের উপর এতো অত্যাচার করুক!!!!! যেন খাটি ঈমানদার ছাড়া তোমার আমার মত ভণ্ড কোন মুসলমান এই বাংলার জমিনে না থাকে!!!!! তবে ই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে!
ইসলাম কায়েম এতো সোজা না! ইসলাম কায়েমের জন্য অনেক নবী জীবন দিছে....... লাখ লাখ মুসলমান শহীদ হয়েছে!!
সবাই নিজের ঈমানকে শক্ত করুন! আর নাহয় আল্লাহর ওয়াস্তে নিজেকে মুসলমান দাবী করিয়েন না।
(কেউ আমার লেখা পড়ে কষ্ট পেলে আমার কিছু করার নাই। অনেক দুঃখ থেকে কথা গুলা লেখা)
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন