কম্পিউটারে বাংলা দেখার সমস্যা।

লিখেছেন লিখেছেন আলোর সন্ধানে ০১ জুন, ২০১৩, ১১:২০:৪৩ রাত

আজ আপনাদের সাথে একটা গুরুত্ব পুর্ণ বিষয় শেয়ার করব।

যারা কম্পিউটারে ইন্টারনেট ব্যাবহার করেন, মাঝে মধ্যে দেখা যায় Mozilla Firefox এ বাংলা লিখা গুলো উল্টা পাল্টা আসে, যেমন ধরেন (ক ে ক ী র ি র ূ ) এই রকম।

এই সমস্যা সমাধান করতে আপনাকে প্রথমে অভ্র ইন্সট্রল করতে হবে, তার পর Tools এ ক্লিক করতে হবে। এর পর Option এ ক্লিক করে Content এ ক্লিক করতে হবে। সেখান থেকে Default font এ গিয়ে Siyam Rupali সিলেক্ট কয়রে Ok দিলে আপনার কম্পিউটারে বাংলা ঠিক ভাবে দেখা যাবে।

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File