কবি ,
লিখেছেন লিখেছেন নাসিমা খান ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৩১:৩৮ রাত
নাসিমা খান
তোমার সুরঞ্জনা আজ
বিনম্র বেদনাকে ছুঁতে গিয়েছে পরশীর উঠোনে
সেখানে অগ্নিদাহ
চাঁদের জ্যোতস্না ম্লান অন্ধকারের মত,
তার হাত এখন করমোচার মত রক্তিম
অনাস্বাদে ভীতু,
তার অজস্র কথার স্বপ্ন মুখ থুবড়ে মরা নদীর
ফাঁদে,
কবি তোমার দেখা আঠার বাকী নদীর
তীর ছূঁয়ে মদ্যপীর চারণ এখন
বেহায়া সভ্যতার হাতে সুরঞ্জনার দু'টি হাত
বিষন্নতায় কাঁপে,
সুরঞ্জনার কলিজার উপর এখন মরা ঘাসের
চৌচির মাঠ, চৈত্রের পোড়া গন্ধ তাতে
কবি সুরঞ্জনার উদাসী চোখের বাঁকে
এখন অমাবষ্যার রাত !
বিষয়: বিবিধ
১৪৮৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবি
তুমি তাকে কেন বার বার ঠেলে দাও অগ্নিকুন্ডে
সুরঞ্জনার চাওয়া পাওয়া খুব বেশী কছিু ছিলনা
সারাদিন মাঠে নিড়ানি ঠেলে রাতে একটু শান্তি চেয়েছিল সে
কবি
তুমি দিতে পারলেনা তাকে অস্তিত্ব রক্ষার দুটো কবিতার লাইন
মন্তব্য করতে লগইন করুন