কী হবে দেশের ?
লিখেছেন লিখেছেন নাসিমা খান ১৭ জানুয়ারি, ২০১৪, ০৬:৩১:৪৫ সন্ধ্যা
আমার এক বন্ধু উদবেগ প্রকাশ করলেন, আমি মৃদু হেসে বললাম, ভালোই তো চলছে এখন আর বেশি কথা বলার পাপ জন্য পাপ হবে না, মেপে মেপে কথা বলার জন্য এই তো বেশ আছি । মোটে কথায় বলবো না, ভালোই আছি বন্ধু, তুমি যাও। সে একটু অবাক হোয়ে বললো,-চলো অন্তঃত দু"কাপ চা খাই !
মাথা খারাপ হোয়েছে তোমার চা খাবো আর মুখ ফসকে কথা বের হোয়ে যাবে, তখন চাকুরী তো যাবেই, জেল জরিমানা বাকী
আমার কথা শুনে ও চোখ কপালে তুললো, -এতো ভয় করে কি জীবন চলে বন্ধু, তোমার যা মনে আসে তাই বলো, চাকুরী গেলে তোমার বউ ছেলে মেয়ের দায় আমার ।
আমি ওর কথায় বিশ্বাস করি আর কি, আমি দ্রুত সেখান থেকে সটকে পড়লাম। কত বড় বড় কথা শুনেছি, কত বড় গল্প আর গলাবাজি দেখেছি, বিপদে পড়লে তখন কেউ থাকে না ।
আমি পথ চলতে চলতে চিন্তা করলাম,-দেশ আমার, চাকুরী আমার, ভাষাও আমার, এই ভাষার জন্য নাকি হাজার হাজার মানূষ, লাখো লাখো মানুষ পাকসেনাদের হাতে নিহত হোয়েছে, শরীরের টকটকে লাল রক্ত ঝরিয়েছে, তারপর লাখ প্রাণের অকাল নাশের ফলেই ভাষাকে পেয়েছি, তা হলে আমার কথা বলবো না কেনো ?
আমি তো কোন দল করি না, কস্মিন কালে কোনদলের ভোটও দিই নাই, তাহলে আমার কথা বলতে সমস্যা কোথায়? আমি তো আর কারো সাথে লাঠি সোঠা নিয়ে মারামারি করছি না, আমি প্রতিদিন একবার জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলি । শফথ করি দেশের সেবা করবো বলে, তাহলে ঐ মিথ্যা শপথের মানে কী ? দরদের সাথে যখন শপথ করি, মনের অতল থেকে যখন গেয়ে ঊঠি জাতীয় সংগীত, তখন তো কোন ফাঁকি ছিলো না ।
ফাঁক ছিলো না ।তাহলে সত্য কথা কেনো বলতে পারবো
না ? ও দেশ তুমি কি বলবে কবে হবে আমার মুক্তি, কবে বলতে পারবো মন খুলে কথা ? আমরা কেনো বোবা হোয়ে জন্ম নিলাম না ?
বিষয়: বিবিধ
১৯০৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টেনশন নিবেন না ম্যাম ।
বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল । এই দলের কাছে দেশ ভালই থাকবে ।
মন্তব্য করতে লগইন করুন