বিচ্ছিন্ন ছাঁয়া পথের সাথী
লিখেছেন লিখেছেন নাসিমা খান ১৬ জানুয়ারি, ২০১৪, ১০:২৮:২৬ রাত
নাসিমা খান
(মোবাইলের দু'প্রান্তে দু'জন
ভীষন বিরক্ত অনামিকা)
-এই তোমার খেয়ে দেয়ে কাজ থাকে না, সারাদিন ফোন করো ?
-ভালো লাগে যে
- আশ্চার্য তোমার ভাল লাগা, অন লাইনেই তো থাকো
-তাও ভালো লাগে
-কেন ?
-এমনি
-অসহ্য !!
-এভাবে বলছো কেন ? তুমি বললে আর ফোন করবো না,
-রাখো এবার
-রাখছি
২
-হ্যালো
-হা বলো, আবার কি ?
-কেমন আছো তুমি ?
-সারাদিন বলতে ইচ্ছে করে না, যা বলতে চাও বলো
-আমি বড় একা
-তা আমি কি করবো ?
-আমি তো কিছুই চাচ্ছি না, যাষ্ট কিছু সময় ক্ষেপন !
-আমার সময়ের মূল্য আছে,
-জানি, কিন্তু তোমাকে ভালো মানুষ মনে হয়
-তাতে কি ? তোমার সাথে বক বক করতে হবে ?
- না তা তো বলছি না
-তো কি বলছো , শুনি ?
- রাগ করছো ?
-না, আহল্লাদিত হোচ্ছি ! যত্তোসব !!
৩
-হ্যালো, হ্যালো, হ্যালো
-তুমি ফোন করলে অনু ?
-অনেকদিন ফোন করো না তাই !
-তুমি বিরক্ত হও, তাই,
-তাতে কি, অন্তঃত একবার ফোন করতে পারতে
-আমি আশ্চর্য হোচ্ছি, তুমি ফোন করলে , অনু, আমার বিশ্বাস হোচ্ছ না
-তোমার স্কাইপ আছে , জীবন ?
-কেন বলো তো?
-তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে
-আজ তোমার কি হোয়েছে?
-নাহ !আচ্ছা !
৪
-হ্যালো অনু
-বলো
-তোমার কি কখনও মনে হোয়েছে আমি কেন সারাদিন নেটে বসে থাকি ?
-জানি না, এটা তোমার কোন বাতিক হয়তো
-হা,
-আচ্ছা সত্যকারে বলোতো সারাদিন কি করো অন লাইনে ?
-জানত চাও
-হা
-দেখবা ? স্কাইপ খোলো
-আমি শুনতে চাচ্ছি
-সব কিছু কি বলে বোঝানো যায় , অনু ?
৫
স্তম্ভীত অনু, এতো সুন্দর প্রাণ চঞ্চল জীবন চৌধুরী,
ঝরনা যার চোখের গতি, হাসি যার অফুরন্ত, একাকীত্বের কোন বীণ
বাজে তার অন্তরে ?
হায়রে শ্রষ্ঠার অবুঝ খেলা! কিসের ভালোর প্রতিচ্ছবি এ
জীবন চৌধুরীর স্বপ্ন গুলো কোথায় মুছে গেলো !
কে তাকে এমন করলো !
৬
-কি করে হোলো , জীবন ?
-একসিডেন্ট, একটা পা-ই শেষ !
-তোমার অনেক কষ্ট, তাই না জীবন ?
-না, অনু, একদম না , একটুও না, এইতো জীবন !
৭
-হ্যালো, হ্যালো, হ্যাল, অনু !
-কে বলছেন ?
-আমি, জীবন বলছি, অনুকে চাচ্ছিলাম !
- ও, জানেন না, বুঝি ? ওতো হাসপাতালে, একসিডেন্টে, ওর দু'টো পা-ই কেটে ফেলতে হোয়েছে !!!!!!
সমাপ্ত
বিষয়: বিবিধ
২৪৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন