অনুপমার আর্তি
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:০৫:৫৯ সন্ধ্যা
অনুপমার আর্তি
নাসিমা খান
প্রিয় তুলিপ
জানি রেগে যাবে, অনুপমাদের
চোখের জলে নাকি ছলনা থাকে,
অনুপমারা ভালোবাসার অভিনয় করে
সরি বলে, সটকে পড়ে
কিংবা একাধিক পুরুষের কাছ থেকে
জীবন বোধের গল্প শোনে,
অনুপমাদের মঞ্চ হয়
প্রতাড়নার প্লাট ফর্মে,
তাই তোমার অনুদের
স্থানচ্যুতের ইতিহাসে রচনা হয়
নাটকের স্ক্রিপ্ট,
কক্ষপথ থেকে ছিটকে পড়া
নক্ষত্রের মত
মুহুর্তমাত্র দীপ্যামান,
তারপর নিস্ক্রিয় ধ্বংশ স্তুপ,
পোড়া কয়লার মত অনুদের
বেঁচে থাকা নবায়নের অপেক্ষায় ,
তোমার নির্লিপ্ততা আমাকে নিরুতসাহিত করে
জীবন রসের বোধের শুন্যতায়,
পানির মত রঙ হীন,স্বাদের
উজ্জীবণ, মরুভুমির রোদ্রে শুকায় ,
তবুও তোমার অনুর কলংক ঘোচে না
ভালোবাসার রঙ তুলির
শৈল্পিক আঁচড়ে,
সন্দেহ ঘোচে না,
বার বার নিরুৎসাহিত করো
নগ্ন লজ্জাদানে,
তবু অনুদের ভালোবাসা
তুলিপের জন্য হৃদয়
বিলাসী ঘরে
একা একা দগ্ধিত হয় ।
বিষয়: বিবিধ
১৯১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন