উহ কি অসহ্য!!!!!!!!

লিখেছেন লিখেছেন নাসিমা খান ৩০ আগস্ট, ২০১৩, ১০:১২:২০ রাত

আমার তো কান্না এসে গিয়েছিলো, আমার ব্লগটি কি হারিয়েই ফেললাম, মডেমটা থেকে একবার সিম খুলছি, একবার লাগাচ্ছি । শেষ পর্যন্ত কি ভাবে যেন ঢুকে পড়লাম ব্লগে । জানি না আবার ঢুকতে পারবো কিনা !! যাক মডেমটা ভালোই আছে, বাংলাদেশ থেকে কোন কারণে দেখতে পারছি না, আশা করি খুব শীঘ্রই কারণ জানতে পারবো ।

একটা কবিতা লেখার লোভ সামলাতে পারলাম না্‌,কারণ আবার কখন ঢুকতে পারবো ।

তোমাকে হারাবার বেদনা এতো কষ্ট দায়ক তা তোমার অভাবে অনুভব করলাম ।



স্বাধীনতা

নাসিমা খান

আমার চোখে অনেক না পাওয়ার

প্রতিচ্ছবি সাতার কাটে,

হৃদয় পাতে নীলাঞ্জনা

আকুতি কাটে কখন স্বপ্নদের বাসর হবে

বিশ্বজিতের চোখে,,,

তাকে টেনে নেবে কোন উচ্ছ্বাশে

ভাগ্যদ্রষ্টারা লাল সবুজের দোহায়

দিয়ে ?

আমি কি তাও দেখবো কপাল দেবকে চিরে চিরে ,

আনাড়ী শীল্পির হাতে,

বিধাতার পোষ্টমর্টেম ?

আমার স্বাধীনতা আজ বন্ধুর ভূমিতে

ভাজ হয়ে পড়ে থাকা মানচিত্রের ছায়া ।

আমাকে হ্যান্ডকাপ দাও,

কাচের গুলির মত আমার চোখের চাওয়া

বালকের হাতে খেলবেনা ,

নির্জনতা ভেংগে পৌছে যাবে সে

রূপসা থেকে পাথুরীয়ার ঘাটে।

না হলে ডান্ডাবেড়ি দাও,

কারাগার ভেংগে স্বপ্নকে

দিতে পারি নির্বাসন,

তোমাদের দু:সাহসসের অপঘাতে আর বিভাজীত হবে না

এ দেশ মাটি আর মা ,

আমাকে রূখতে হলে

আবার ও বিনা রক্তপাতে ভাসতে দাও

পদ্মা মেঘনা যমুনা ।

বিষয়: বিবিধ

১৭৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File