নারী তুমি নমনীয়তায়

লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৪ আগস্ট, ২০১৩, ০৯:৫২:০৮ রাত



নাসিমা খান

নারী সে তো কোমলতায় সুন্দর

বিভৎসতায় নয় ............

নির্ভরশীলতায় তোমার সুসমতা

উৎকলিত...............

তুমি কি শক্তিতে পুরুষোত্তম ?

ক্ষমতায়, নিষ্ঠুরতায় ?

তাহলে সভ্যতার দোহায় দিয়ে আমাকে কেন

একাকীত্বের দহনে দহিত করো ?

নারী

আমাকে নিঃশ্ব কোরো না,

কারণ এখনও অনুভব করি

পিতৃ বিয়োগ ব্যাথা ।

এখনও ডজন খানেক বালিকা

প্রাতঃভ্রমণে একেবারেই একা......

তুমি পালটে দাও ব্যাকরণের লিপি,

বহুবচনে এখনও তোমাদের

অধিকার দেয়নি...............

এখনও বাসর ঘর পুরুষের অভাবে

নিঃশ্বতার অপবাদে কলংকিত............

এখনও মর্জিনারা পাখার বাতাসে

শীতল করে পুরুষের তপ্ত শরীর ,

এখনও পতিব্রতায়

লজ্জায় অবনত...............

নারী

আমাকে অপবাদ দিও না

নারীত্বকে আমি অভিবাদন জানাই বলে ...............

আমার হৃদয় এখনও আচ্ছাদিত

শ্যামলীমার পেলবতায়.........

এখনও অভাবীদের দুঃখ যন্ত্রনায়

ছটফট করে আত্মা...

সন্তান স্নেহে এখনও পারিনি

বৈধব্যের বসন ছিঁড়তে......

নারি

আমি এখনও পারি না

রঙ্গিন বসনে স্বপ্নের কোলে বসে

বেসুরো বেহালা বাজাতে,

আমার অন্তরের ভিতর এখনও

পুত্র সন্তানের প্রত্যাশায় বিলাপ শুনি

অহর্নিশি..................

এখনও সম্পদের হিসাবে

চার আনার প্রাপক করি কন্যাকে...............

এখনও রান্না করি নিপুণ হাতে

কারো সন্তোষ্টি বিধানে.........

নারী

হৃদয় যার এত মোলায়েম স্নিগ্ধতায় গাঁথা

তাকে তুমি আর যায় বলো

বেহায় ,নিরাবরণ হতে বলো না,

আমি নারীবাদী বলেই নারীর ভিতর

দেখি মায়ের মমতা,

বোনের দরদ, আর কন্যার

ভালোবাসা,

আমাকে এমন স্বপ্ন দেখিও না

যাতে পুরুষের মত

আমাকে হতে হয় নির্মম,

নিষ্ঠুর আর অনুর্বর চিন্তার

ধারক ..............

নারী

যদি তাই হয়............

তবে খুলে ফেলো

শালীনতায় জড়ানো

সাহসী পবিত্রতা,

পালটে ফেলো নিয়মের খসড়া খাতা,

খুলে ফেলো লজ্জা রাঙ্গা বসন ,ভুসন............

এনে দাও হৃদয়ে নিষ্ঠুরতা,

রমনী শব্দটা ডিকশনারী থেকে

উঠিয়ে বসিয়ে নাও কোন

কঠিণ উপমায় জড়ানো অনড়

শব্দমালা ।

নারী

আমাকে অপবাদ দিও না আমি নারী বলে,

সভ্যতার অন্যধাচে গড়া বলে.........

আমি এখনও সন্তানের জন্য বিধবা

আছি বলে.........

আমার হৃদয় বেদনায় কাঁদে বলে.........

আমি স্বামীব্রতা বলে......

আমি শাড়ী কামিজ ছেড়ে

প্যান্ট শার্ট পরিনি বলে......

আমার হাতে বীণা ছেড়ে বন্দুক তুলিনি বলে.........

নারী

আমাকে অতন্দ্র প্রহরী করে

নারীর নারীত্বকে রক্ষা করবার

জন্য একমুঠো শীতল মৃত্তিকা তুলে দাও,

আমি মাটির বুক চিরে সবুজ

প্রাণ জন্মাতে পারবো...

তবু নিধন করতে পারবো না

আমার আমিত্বকে......

আমার ভিতরের নারীত্বকে ............।।

বিষয়: বিবিধ

১৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File