তুমি আসবে বলে

লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৩ আগস্ট, ২০১৩, ০৯:০৫:১৫ রাত



নাসিমা খান

ভৈরবের বুকে কার যেন আগমনী শব্দ,

মৃদু কল্লোল ধ্বনীতে মিষ্টি সুবাসে

আমোদিত বাতাস,

উৎকণ্ঠিত হৃদয়ে শিহরিত স্বপ্ন খেলে,

তোমার আসার সময় হোলো বুঝি ...............

আজ সারাদিন পথের ধারে ............

নদীর জোয়ার ধীরে ধীরে ছুঁয়ে দিলো

আমার পদযুগল,

পথ পার হয়ে আমার বারান্দার সিঁড়ি

ছুঁয়ে আমার ঘরের ভিতর , জোয়ারের জল

আমার বিছানা ছুঁয়ে আমার শাড়ীর আঁচল ।

নদীর জলে আজ জুই ফুলের গন্ধ,

সারা ঘরময় তোমার আগমনী গান,

তুমি নদীর বাণে জোয়ারের টানে

আসবে বলে............

জোয়ারে আজ প্রাণের আবেগ উদ্বেলিত ছন্দ,

শিহরনের অমৃত স্বাদ ......

আজ বোধ হয় সময় হোলো তোমার

ফুঁসে উঠেছে ভৈরবের জল,

ছুঁয়ে দিয়েছে ভাদ্রের উঠোন,

সার বাড়ী ভরে আজ রংধনুর রং,

আমার আঙ্গিনাতে আজ শুভ্র বিকাল,

জলের বুকে জয়োল্লাসের উন্মত্তা,

নদীর বুকে জোয়ারের প্লাবন ,

আমার ঘরে আজ জলের গন্ধে

উর্বর শরীরের ছোঁয়া,

তুমি আসবে বলে............

আমার সার ঘরে আজ জোয়ার খেলে......

খেলে ভৈরবের জল...............

বিষয়: বিবিধ

১৬৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File