আর কত ?

লিখেছেন লিখেছেন নাসিমা খান ১০ আগস্ট, ২০১৩, ১২:৩৪:৪৬ দুপুর



নাসিমা খান

তোমার বিধৌত জীবন তটে

আমার বসতি বুঝি আর হলো না,

কবে আঁধার ঘেরা রাত্রির বুকে এক ফালি

চাঁদ আলো দিবে, জ্যোৎস্নায় ভাসাবে কামনার

স্বপ্নজাল---কত কালো আঁধার অপেক্ষা করবে--

আরও একযুগ পেরিয়ে...আর কত পথ চাওয়া ...

আর কত অপেক্ষার প্রদীপ জ্বলে নিভে যাবে ...।

একা রাত আর কাটে না...............।

কাটে না আহত বসন্ত বিভোর

স্বপ্নের দুঃস্বপ্ন গুলো......

আমি তোমার জন্য তোমার মত হতে হতে...

অনন্ত বিষাদ বীজ বুনে গেছি...।

আমার প্রজাপতি চোখের পাতায়

এখনও ভেজা শিশিরেরর আলাপন,

আমার হাতের উন্মুক্ত তালুর মাঝে

এখনও সূর্য প্রস্ফুটিত সকাল...

আমার বিভাজিত দু'ঠোটের

উষ্ণতায় এখনও কাশফুলের পেলবতা ।

তোমাকে ছুঁইয়ে দেখার অনন্ত তৃষ্ণা

আমাকে মরুভুমীর ভবঘুরে তৃষিত

চাতক করে রেখেছে......

আমি তোমার মত করে অনিত্য

স্বপ্ন বুনতে পারি না্‌........................................................................... ,

আমাকে আর কত .........

কত রাত্র অপেক্ষার প্রহর বিনিদ্রায়......

০০০০০০০০০০০০০

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File