আমার কালো হাত ছুঁয়ে দেখ

লিখেছেন লিখেছেন নাসিমা খান ০১ আগস্ট, ২০১৩, ০৯:৪৬:৪৩ রাত





নাসিমা খান

ছঁইয়ে দেখ আমার ব্যাথিত হাত দুটি

বিশ্বাস করো ও হাতে একটুও পাপ নেই,

তোমার জন্য দিতে পারি

অগ্নি পরীক্ষা, নিতে পারি নির্বাসন,

ডুবতে পারি অথৈ সমুদ্রে,

আমাকে ছোঁবে না তুমি ?

ছোঁবে না আমার কষ্ট গুলো,

তোমার ভুল গুলো একদিন ভেঙ্গে

যাবে...

সেদিন হয়তো আমি দূর আকাশের

তারা হয়ে যাবো ,

বুকের কষ্টে বাঁধবো মরণ সেতু,

আমাকে পাবে না তুমি, সাধারণের

পথে ,.........।

ক্লিষ্ট আত্মাদের মাঝে

আমার শব দেহ মাড়াবে তখন

কোন লাশ কাটা ঘর ........................।

বিষয়: বিবিধ

১৪৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File