আমার বেদনার অঝর বৃষ্টি
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৯ জুলাই, ২০১৩, ১২:৩১:৪৯ দুপুর
-মন ভালো নেই ,
-কবেই বা তোমার মন ভালো ছিলো ?
-কেন, যেদিন তুমি আমাকে টেনে নিয়ে গিয়েছিলে প্রেমের মধুর সংগীত শুনতে ?
-আমি ? কখন ? তুমি কি এ জগতে নাকি অন্য কোথাও ?
-তোমার হাত তখন আমার হাতে সুরেলা সংগীত তুলছিলো, আমি তখন মন সাগরে ডুব দিয়ে তোমার হৃদয়ের আসল সত্য উদ্ঘাটনের অপচেষ্টা করে যাচ্ছিলাম ।
-তুমি কি চুপ করে তাই উত্তাল বাতাসের প্রহর গুণছিলে ?
-তোমার মনে পড়েছে ?
-তীর তীর করে প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছিল, তোমার হাত, আমার হাতে খেলা করছিল,
তোমার দুচোখ আমার দুচোখের মাঝে ডুব দিয়ে সূর্যোদয় দেখছিলো ।
-তোমার চোখ দুটো এতো সার্প কেন ?
-কেমন ?
-স্বচ্ছ, সুন্দর, মায়াবী, তীক্ষন ।
যাহ, সব তোমার কল্পনা,
-হতে পারে ,
-তবে তোমাকে খুব করে আদর করতে ইচ্ছে করছিলো ,
-করলে না কেন ?
-তুমি খুব ব্যস্ত ছিলে !!!!!
- নাতো, আমি তো অবাক হয়ে তোমার চোখ সমুদ্রে হাবু ডুবু খাচ্ছিলাম ।
-ডোবনি কেন ?
-আমি তো ডুবেই মরেছি , তুমি দেখনি, তা তোমার অন্ধত্ব ।
-ভালোই বললে , আমি অন্ধ, ভয়ে ,
-কিসের ভয় ?
-আমাকে অবমাননার ভয় ,
- আমি করেছি ?
-হা, তুমি ,
-কখন, ?
-বলতে পারব না,
- আমি বলতে পারি ,
-বলো
-থাক , আজ উঠি,
-তোমার প্রতি সেদিন কিন্তু আমার টানটা মিথ্যা ছিল না ।
-জানি
-আমাকে দোষ দিও না,
- তা ,কেন ? দোষ তো আমার——-
-না, তোমারও না
-থাক
-কেন থাকবে ? শুনতে চাও না ?
-না,
কখনও না ?
-না।
-কেন ?
-আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে , প্লিজ আমাকে একা থাকতে দাও,
-বাইরে বৃষ্টি, একটু পরে যাও, অনু ,
-না,
- ভিজে তোমার অসুখ করবে
-ঠিক আছে,
-না, বৃষ্টি কমলে যেও
-না, যার বেদনার বৃষ্টি ক্ষমা করে না সময়ের দাবীকে , তার ভেজায় উচিত , আসছি ।
-মন ভালো নেই ,
-কবেই বা তোমার মন ভালো ছিলো ?
-কেন, যেদিন তুমি আমাকে টেনে নিয়ে গিয়েছিলে প্রেমের মধুর সংগীত শুনতে ?
-আমি ? কখন ? তুমি কি এ জগতে নাকি অন্য কোথাও ?
-তোমার হাত তখন আমার হাতে সুরেলা সংগীত তুলছিলো, আমি তখন মন সাগরে ডুব দিয়ে তোমার হৃদয়ের আসল সত্য উদ্ঘাটনের অপচেষ্টা করে যাচ্ছিলাম ।
-তুমি কি চুপ করে তাই উত্তাল বাতাসের প্রহর গুণছিলে ?
-তোমার মনে পড়েছে ?
-তীর তীর করে প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছিল, তোমার হাত, আমার হাতে খেলা করছিল,
তোমার দুচোখ আমার দুচোখের মাঝে ডুব দিয়ে সূর্যোদয় দেখছিলো ।
-তোমার চোখ দুটো এতো সার্প কেন ?
-কেমন ?
-স্বচ্ছ, সুন্দর, মায়াবী, তীক্ষন ।
যাহ, সব তোমার কল্পনা,
-হতে পারে ,
-তবে তোমাকে খুব করে আদর করতে ইচ্ছে করছিলো ,
-করলে না কেন ?
-তুমি খুব ব্যস্ত ছিলে !!!!!
- নাতো, আমি তো অবাক হয়ে তোমার চোখ সমুদ্রে হাবু ডুবু খাচ্ছিলাম ।
-ডোবনি কেন ?
-আমি তো ডুবেই মরেছি , তুমি দেখনি, তা তোমার অন্ধত্ব ।
-ভালোই বললে , আমি অন্ধ, ভয়ে ,
-কিসের ভয় ?
-আমাকে অবমাননার ভয় ,
- আমি করেছি ?
-হা, তুমি ,
-কখন, ?
-বলতে পারব না,
- আমি বলতে পারি ,
-বলো
-থাক , আজ উঠি,
-তোমার প্রতি সেদিন কিন্তু আমার টানটা মিথ্যা ছিল না ।
-জানি
-আমাকে দোষ দিও না,
- তা ,কেন ? দোষ তো আমার——-
-না, তোমারও না
-থাক
-কেন থাকবে ? শুনতে চাও না ?
-না,
কখনও না ?
-না।
-কেন ?
-আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে , প্লিজ আমাকে একা থাকতে দাও,
-বাইরে বৃষ্টি, একটু পরে যাও, অনু ,
-না,
- ভিজে তোমার অসুখ করবে
-ঠিক আছে,
-না, বৃষ্টি কমলে যেও
-না, যার বেদনার বৃষ্টি ক্ষমা করে না সময়ের দাবীকে , তার ভেজায় উচিত , আসছি ।
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন