মাসুল
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৮ জুলাই, ২০১৩, ০৮:৫৫:৪৪ রাত
বশীকরণ শব্দ চয়নে বিস্মিত আঁখির প্রান্ত ছুঁয়ে
তোমার ছবি অদ্যাপি খেলা করে,
সজাগ দৃষ্টি তুলে, স্বচতুর লুব্ধ নয়নের বাণে
তোমাকে পাওয়ার প্রত্যাশাই আমি
নিজেকে নামিয়েছি স্ত্রৈণ্যের দলে ।
আমাকে লেফাফা সঙ্গায়িত করে
নিক্ষেপ করেছো নরক গুলজারে ,
শ্লীল সুখের বাতায়নে উড়ায়েছো
কুৎসার ঝান্ডা ,
লজ্জিত স্বপ্ন আমার কুন্ঠিত আজ,
তবু ছায়া পথে ছুটে চলে নিরবধীর মত
আমার প্রেম মালঞ্চ ক্ষীণ স্রোত ধারায় ।
এখনও মহিমাকীর্তন আমার শব্দ বহরে,
এ স্ততি আমার অবনত হৃদির
একান্ত কুঠুরিতে আঁকা তোমার
স্মৃতির মর্ম গাঁথা ।
তোমার শ্বৈল্পিক আঁখির রং তুলিতে
উপহাসে আঁকা প্রেমের মাসুল ।
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন