নষ্ট দহন

লিখেছেন লিখেছেন নাসিমা খান ২২ জুলাই, ২০১৩, ১০:৪৫:২৫ রাত





আমি নষ্ট বলে প্রতিশ্রুতিরা রোদন করে হতাশায়,

নিবারণ হয় না কলিজা ব্যবচ্ছেদের জ্বালা,

মাথার উপর দেওয়া ভালোবাসার আচ্ছাদন

বিনা ঝড়েই সাঙ্গ করে প্রত্যাশা,

অঝোরে ঝরে অশ্রুবীহিন রোদন,

হাহাকারের শুস্ক জ্বলে প্লাবিত হয় স্বপ্ন ডাঙ্গার সৌধ বিহার,

প্রেমের রথে চড়ে বৃন্দাবনে যাওয়া হয় না

পঙ্কিলতায় ঘেরা আমার নষ্ট মনোরথের ,

হায় রে !জীবন বিলাসী ব্যার্থ আশার কদম,

বৃষ্টিতে না ফুটে, ঝরায় তার স্নিগ্ধতা

পৌষের শীতলতায়, তাই তো দৃষ্টি গোচর হয় না

প্রতিশ্রুতির ।

নষ্ট ভালোবাসার ব্যাপ্তি ছুঁইয়ে থাকে

নিশাচরেরর মত অন্ধত্বের দোহায় দিয়ে

চোখের পাটাতনে ।

আবার শ্রাবনের প্রতিক্ষায়

নির্বাক, নির্লিপ্ত, নির্বোধের বর্মে

আচ্ছাদিত হয়ে ।

হায় রে ! পাপীনি, পশ্চাতের অন্তরদহে

অন্তরকে দহিত না করে,

ভুলের মাসুল দেবার দ্বায় বিশ্ব জান্তার কাছে সপে দিয়ে

এবার নিরবিচ্ছিন্ন একাকিত্বের

দ্বারে অর্পিত করো তোমার বিরহি

যন্ত্রণার দ্বার,

তোমার নষ্টামী কদ্যাপি যদি

ভালোবাসাকে ঘিরে তার দৌরাত্ব প্রকাশে ব্যাপৃত হয়

তবে আবার রচনা কোরো অসহনীয় একাকিত্বের

মর্ম গাঁথা,

নষ্ট মনের কল্প দ্রষ্টারা তোমার দিকে প্রসারিত করে

ভালবাসার বিষাদ গৃহ নির্মানে

শক্ত গাঁথুনী দেবার অপূর্ণ আশাতে

নিমগ্ন তারা,

তাই ক্ষমিও তাদের নষ্টামির জ্বালা

তোমার নষ্টামীর পূর্ণতায় ।

বিষয়: বিবিধ

১৪৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File