উঁড়ু মনে

লিখেছেন লিখেছেন নাসিমা খান ২০ জুলাই, ২০১৩, ০৯:২৭:৩১ রাত





নাসিমা খান

এক

আমি তো সীমানা দেখি সীমার মাঝে ,

আকাশ , পাহাড় ,নদী, সোনালী সাঝে ।

ভরা গাড়ী , ভরা বাড়ী, ভরাই জীবন

লাল, নীল , কাল রঙ্গের রঙ্গিণ ভুবন ।

দুই

সুখ পাখি পায়রারা উড়ে বাতাসে

নীল শাড়ি পরে ওড়ে মেঘ আকাশে,

তারই মাঝে দুটি আখি উড়াই স্বপন

ভালোবাসা ওড়ে মেঘ তুফান যেমন ।

তিন

কাঁদে আখি, কাঁদে মন শ্রাবণ দিনে

তারই সুর বেজে যায় ডাহুক মনে,

জল ছুঁইয়ে ভেজা ফুল ডাকে কাহারে

কাদা জ্বলে প্রাণ ছোঁয় শরীর টারে ।

বিষয়: বিবিধ

১৩৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File