পল্লী কবি জসীম উদ্দিনের পুত্র খুরশীদ আনোয়ার জসীম উদ্দিনের সাথে একান্ত সাক্ষাতকারঃ

লিখেছেন লিখেছেন নাসিমা খান ১৯ জুলাই, ২০১৩, ১১:০৮:২২ রাত





১৯/০৭/২০১৩ রোজ শুক্রবার, কবি সংসদ বাংলাদেশ আয়োজিত এক ইফতার পার্টিতে বিশেষ অতিথী হিসাবে উপস্তিত ছিলেন , পল্লী কবি জসীম উদ্দিনের পুত্র খুরশীদ আনোয়ার জসীম উদ্দিন ।খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরীতে আয়োজন করা হয় ইফতার মাহফিল ।



ইফতার মাহফিল শেষে কবি পুত্রের সাথে পরিচিতি পর্বের এক পর্যায়ে তাকে কিছু জীবিন ঘনিষ্ট প্রশ্ন করি ।কবি পুত্র হিসাবে আপনার অনুভুতি কি ?

-উনি খুব তিক্ততার সাথে বলেন, মহা বিড়ম্বনা ছাড়া আর কিছুই না, আপনি কি জানেন, অনেক বিখ্যাত লোকের পুত্র আত্মহত্যা করে মারা যায় ? আমার কোন নিজস্ব পরিচয় নেই, আমি যা ই করি তার কোন মূল্যায়ন নেই ,বাবার কৃতিত্বের কাছে আমার সব কিছু ম্লান হয়ে যায় ।

-একটা পজেটিভ দিক বলেন ?

-পজেটিভ ?

হাসলেন, বললেন আছে, ঐ যে পল্লী কবি জসীম উদ্দিনের পুত্র !!!!!!!!

-ব্যাক্তিগত জীবনে কি করেন?

-বাবার লেখা গুলো প্রকাশ করছি । প্রকাশনার কাজে আছি ।

-আর ?

-না, আমি ভালো লিখি না, দুঃখ একটায় আমার ব্যক্তিগত কোন পরিচয় নেই ।

অবাক হয়ে ভাবছিলাম, বিখ্যাত হওয়াতে যেমন বিড়ম্বনা, না হওয়াতে আরও বেশি অন্তর জ্বালা ।আমরা যার যার পরিচয়ে বড় হতে চাই, সকলেই নিজস্ব পরিচয় চাই, আল্লাহ আমাদের স্বকীয়তায় পরিপূর্ণ হতে সহয়তা করুন ।

বিষয়: বিবিধ

১৭২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File