কোথায় আমার পূর্ণতা ?
লিখেছেন লিখেছেন নাসিমা খান ১২ জুলাই, ২০১৩, ০২:১৯:২৬ দুপুর
অনাবরত একই শব্দ চয়ন, একই পথে যাতায়াত,পা ফেটে রক্ত ঝরছে,তবূ চলছি, চলছি বন্ধুর পথে ।হৃদয় ঊপুড় হয়ে পড়ছে, পড়ছে যেখানে সেখানে ,উঠছি, আবার দেৌড়াচ্ছি ।কিসের জন্য দৌ
ড়াচ্ছি ? কেন দেৌড়াচ্ছি ? সুখের জন্য তো ? ওটা পেলেই পূর্ণতা আসবে , আমার আর কোন চাহিদা থাকবে না ।ইংরেজীতে একটা প্রবাদ আছে-কাক বিদেশ ভ্রমন করে এলেও কালোই থাকে ।অর্থনিতিবীদ এল রবিনসও বলেছেন একই কথা , চাহিদার সীমা নেয় ।
কিন্তু আমার তো সীমা ছিল !!!!!!!আমার বলার , আমার চাওয়ার একটা সীমা তো আমিই রচনা করতে পারতাম ,। করিনি, কিছু পাইনি বলে ছুটেছি অন্ধের মত, যার তার পিছে ,ভালোবাসার জন্য , নাকি ভালো লাগার জন্য ? জানবার প্রয়োজন ও বোধ করিনি ।
প্রচন্ড শীতের মাঝে বড় রাস্তার উপর বসে থাকতাম তাকে দেখবার জন্য । শুধু এক পলক দেখবার জন্য,খোলা মাঠের হুহু করে ছুটে আসা বাতাস, হিমেল অনুভুতি কোন কিছুই সেদিন বাঁধা হয়ে দাড়াইনি । প্রচন্ড রোদের ভিতর ছাতা ছাড়াই দুপুর রোদে হেেট যেতাম মাইলের পর মাইল,অপেক্ষা করতাম খোলা মাঠে । ভাবতাম তাকে ছাড়া বাঁচবো না । তাকে ছাড়া কলিজা ফেঁটে গলা দিয়ে রক্ত বের হয়ে আসবে , কিন্তু সেও একদিন হারিয়ে গেল , কিচুই হলো না , লোকের সামনে চিৎকার করে কাঁদতেও পারলাম না , মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বললাম -ভালোই হলো । ওই বয়সেই শরৎচন্দ্রকে বেশ ভালোভাবেই আঁকড়ে ধরেছিলাম, শরৎদার মত বললাম -দেখিলাম বড় প্রেম শুধু কাছেই টানে না , ইহা দুরেও ঠেলিয়া দেয় , ছোট খাটো প্রেমের সাধ্যও ছিলো না আমাকে কল্যানের জন্য , মঙ্গলের জন্য এক পাও সরাইতে পারিতো ।
তখনও ভিতরে ভিতরে পূর্ণতার তৃষ্ণা মেটেনি, তখন অন্য ধরনের তৃষ্ণা আমার ভিতর খেলা করছে । না পাওয়ার যন্ত্রনাকে তখন একধরনের প্রতিযোগিতার পাল্লায় মাপা শুরু করেছি , আমাকে অনেক বড় হতে হবে । এতবড় , যেন আকাশের চাঁদ ছুঁতে পারি । হায়রে হতভাগা তৃষ্ণা !!!! মেটে না , মেটে না স্বাধ । আকাশের চাঁদতো অনেক দুরে , কে তাকে ছুঁতে পারে ? আমি তো আর নীল আর্মষ্ট্রং,মাইকেল কলিন্স , এডউইন অলড্রিন না ।কিংবা রাশিয়ার সুনিতা উইলিয়ামসও নই ।যে চাঁদ ছুঁয়ে দেখবার দু;সাহস দেখাবো কেঁবলই গুমরে মরি , না পাওয়ার হাহাকার কংকালের ভেতরের কাঠামোটাকে পুড়িয়ে একেবার খাঁক করে দেয় । তারপরও অসম্পূর্ণতাকে পূর্ণতার মায়া জালে বাঁধবার ইচ্ছা আমাকে মরিয়া করে তোলে ।
অসম্পূর্ণ স্বপ্নকে বুকে করে চলি অন্তহীন পথে ।সে পথ ভেঙে দেয় আমার দূরাশার বালুচর , বড় হবার আশাকে তখন অন্য পথে ধাবিত করি ।লেখা পড়াকে নয় , ভালোবাসাকে পুজিঁ করে বড় হবো ?তা আবার কি করে হবে ? বুঝে উঠে পারি না ,আমি তো আর মাদার তেরেসা কিংবা অড্রেহেপবার্ণ হোতে পারবো না? কিংবা একটু অন্য ধারার নজরুল কিংবা বেগম রোকেয়া ।তাহলে আসবে না আমার পূর্ণতা ? যাবো না আমার লক্ষ্যকে সাফল্যের পথে পৌছেঁ দিতে ?
বিয়ে নামের শব্দটা হঠাৎ করেই ঘাড়ে এসে পড়লো । সংসার করতে এসে দেখলাম, কল্পনার স্বামী আর বাস্তবের স্বামী একরকম হলো না , শুনেছি স্বামীরা দেবতা । বেৌ তার কাছে মধুর মত । কিন্তু এত দেখলাম কসাই খানা । হিসাব নিকাষের জন্য এরচেয়ে ভালো জায়গা আর হয় না ।কে বলেছে খাতা কলমে কিংবা কম্পিউটার ডিজিটাল হিসাবকারী ? সংসারে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আমি এর থেকে বড় করে দেখতে পারলাম না ।দেনা পাওনার এমন মধুর স্থান পৃথিবীতে দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয় না ।
কেবলই মায়ের কোল মনে পড়ে , যতদিন ছোট ছিলাম ,শুধু ততদিন মাই ছিলো সব থেকে নিরাপদ, দু;শ্চিন্তামুক্ত স্থান , বড় বড় হতে হতে যে যুদ্ধ তা শুধু দেওয়ার যুদ্ধ । দিয়ে কি খাটিঁ জিনিসটি পেলাম ?সেই তো নকল, মেকি আর ফাকিঁ !
এখন শুধু চেয়ে থাকি জানালা খুলে অসীমের পানে , অনেক ছুটেঁছি , আর পারছি না , সে ধরা দেয় না , । তুমি নেমে আসো , আমাকে নিয়ে যাও হাত ধরে । যেখানে গেলে আর অপূর্ণতার জ্বালা আমাকে তাড়া করবে না, বোধের উর্ধে থেকে , অসীমের মাঝে এসো পূর্ণতায় বিলিন হই , তবেই আমার পূর্ণতা আসবে
বিষয়: বিবিধ
১৫১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন