খোকার বায়না
লিখেছেন লিখেছেন নাসিমা খান ০৬ জুলাই, ২০১৩, ০৫:৩৯:০২ বিকাল
নাসিমা খান
খোকা ভাত চায় না
ধরে শুধু বায়না
চিপস্ কেন দাও না ?
ভাত নিয়ে কাঁদে মা
একমুঠো নিয়ে যা,
কেন নিতে চাস না ?
বাবা বলে থাক না
চায় যদি দাও না,
কেন করো যাতনা ?
খোকা বাবু হেরে যায়
মা তার পিছু ধায়
এভাবে কী বাঁচা যায় ?
বিষয়: সাহিত্য
১১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন