বড়াই

লিখেছেন লিখেছেন নাসিমা খান ০৫ জুলাই, ২০১৩, ১০:৪৩:৩৭ সকাল



লোকে বলে টাকা হলে

অনেক বড় হতাম,

অনেক আশা পূর্ণ হতো

বসে বসে খেতাম ।

,

জাহাজ করে চলে যেতাম

সমুদ্রের ঐ পারে,

পাখির মত উড়ে যেতাম

চাঁদের বুড়ির ধারে ।,

,

রাতের আঁধার ঘুচিয়ে দিতাম

হাজার বাতি জ্বেলে,

সারা জীবন কাটিয়ে দিতাম

পায়ে পা তুলে ।,

,

গাঁ ভাসিয়ে চলে যেতাম

যেথায় মনে লয়,

বুক ফুলিয়ে বলে দিতাম

আমার ভয় নায় ।,

,

মনের মত বিশাল বড়

আছে নাকি উচুঁ ?

টাকা দিয়ে পারলে কেনো

এমন তরো কিছু ।,

,

তোমরা যারা করছো সবাই

টাকার এতো বড়াই,

টাকাকি আর দিতে পারে

ভালো বাসার সরাই ?

,

,

আমার কাছে মনের মত

বড় কিছু নায়,

মনের জন্য করতে পারি

সারা জীবন লড়াই ।

বিষয়: সাহিত্য

১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File