নিত্য তোমার আসা যাওয়া
লিখেছেন লিখেছেন নাসিমা খান ৩০ জুন, ২০১৩, ০৯:৩২:৩৮ রাত
কবিতার ডাল পালারা, উদাসী মনের টানে,
অবুঝ স্বপ্ন আঁকে ,তোমার দুহাত ছুঁয়ে ।
দুচোখ এখনও দেখে তোমার চোখের নাচন
আমার বুকের ভাষা এখন কাব্য কথায়
তোমার দৃষ্টি বুঝি অন্য কোথাও,
আমার বালুর চরে তোমার অনীহ বিন
অগ্নি ঝরায় ।
তোমার ছবির ছায়া, ছায়ার ছায়ায় আজ
অনেক দূরে ।
আমার কপোল লাজে শিহরিত হয়,
নতুন হাতের ছোঁয়া
স্পর্শ অনুভবের বৃষ্টি ঝরায় ।
আজ মরণ স্মৃতির মত যোজন দূরে
তোমার চরণ ধ্বনি অন্য কোথাও,
তবু আমার বুকের অন্তপুরে
তুমি নিত্য আসো যাও ।
বিষয়: বিবিধ
১৪৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন