নিরবে হারালে কেন ?

লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৯ জুন, ২০১৩, ১১:৪০:০৭ রাত



অনেক লোকের ভিড়ে আমি

ছিলাম বড় একা,

তুমি কেন দুঃখ দিতে

দিলে আমায় দেখা ।

আমার বুকের খাঁচার ভিতর

অনেক যত্ন করে,

তোমায় আমি রেখেছিলাম

ভালো বাসার ডোরে ।

তুমি আমায় কষ্ট দিলে

কষ্টে রেখে বুকে,

স্বপ্নগুলো ভেঙ্গে দিলে

স্বপ্ন হারার দুঃখে ।

কেন আমায় বললে তুমি

ভালো বাসার কথা,

বুকের ভিতর উথলে উঠা

দুঃখ সুখের ব্যাথা ।

এখন আমি এতই একা

নিঃশ্ব হলো হৃদয় ,

ঘুমহারা চোখ তোমায় খোঁজে

তুমিই নিলে বিদায়

বিষয়: বিবিধ

১৫১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File