বিচার চাই
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৩ জুন, ২০১৩, ১০:১৪:০৯ রাত
পৃথিবীতে সব চেয়ে নির্ভরযোগ্য এবং শীতলতম ভালোবাসার জায়গা হলো মা । যার সাথে কোন তুলনা চলে না কারো । কিন্তু আপন মাকে যখন ডাইনী বলে আখ্যায়িত করি, তখন নিজের কণ্ঠস্বরকে অবিশ্বাস করতে ইচ্ছা করে । না , কখনও না, মা তো মা । মা কেন ডাইনী হবে ?
এক ডাইনী মায়ের গল্প বলি । গল্প বলছি কেন !!! এতো সত্য কাহিণী ।বানানো না, কল্পনায় আঁকা আমার কাব্য কথা নয়, এ আমার অন্তর থেকে উঠে আসা ঘৃণা প্রকাশের বাহণ মাত্র । আমিওও তো মা, তাই তো মায়ের নিষ্ঠুরতার কথা বলতে গেলে সঙ্কিত হচ্ছি । হায় আল্লাহ ! আমি যেন কখনও এমন নিষ্ঠুর না হই !!
খুলনা জেলার ,রূপসা থানার আইজগাতী ইউনিয়নের শীরগাতি গ্রাম । এই গ্রামের ঐতিহ্যবাহী জে,কে,এস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী হাবসা আক্তার হাসি । রোল ৬৭ ।পিতাঃ হাসান ।মাতাঃ মুসলিমা ।
ক্লাসে ক্লান্ত অবসন্ন হাসির কপোলের কোল ঘেষে পোড়া দাগ দেখে শিক্ষক অবাক হলেন,-
কি হয়েছে তোমার মুখে ?
ছোট্ট শিশু হাসি,বলল-,আমার মা ,আমার মুখ গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দিয়েছে ।
নিষ্ঠূর মায়ের গল্প শুনেছি ,কখনও বাস্তবে দেখিনি । বলতে ইচ্ছা করলো “আল্লাহ চোখ দুটি যুখন দিয়েছিলে, আজ তা স্বার্থক করলে “
হাসির মা মুছলিমা হাসিকে চার্জার চার্জে দিতে বলে কাজে গিয়েছিলো , হাসির মনে ছিলো না , সেই অপরাধে চিরদিনের জন্য কালিমার দাগ দিয়ে দিল মুছলিমা ।
একজন মায়ের শুধু নয় ,কোন বাবাই সন্তান জন্ম দিয়ে পুরোপুরি তার অধিকার হিসাবে সন্তানের সত্ত লাভ করতে পারে না । জন্ম দিয়েছি বলেই সন্তানের ইচ্ছা অনিচ্ছা কিনে নিতে পারি না । শিশু অধিকার লংঘিত নয়। রীতিমত একজন মানুষের সারা জীবনের সৌন্দর্যের একমাত্র কমনীয়তা মুখ খানি কে , পোড়া মুখ বলে সমাজের কাছে প্রতিষ্ঠিত করতে পারি না ।ওগো মায়ের জাতী ,তোমরা তোমাদের সন্তানদের জন্য কি ভবিস্যৎ রেখে গেলে ?
আমি মুছলিমাসহ সকল নিষ্ঠুর মায়ের নির্মমতার বিচার চাই ।
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন