স্বপ্নাবাস(কবিতা)

লিখেছেন লিখেছেন নাসিমা খান ২৩ জুন, ২০১৩, ০৮:৪৪:৪৩ সকাল



স্বপ্নাবাস

নাসিমা খান

আজবেলা শেষে শরীর নগ্নতায়

সাদা বকের পালক দিয়ে গেল তোমায়

অনাবিল স্বপ্নসুখ,

আমার অন্তহীন ভাবনায়

তোমার তৃষ্ণাজাল নগ্ন এখন ,

তোমার নি:শ্বাসে শরীরি ছোয়া ,

আমার হৃদয়, ডানা মেলে উড়ন্ত

মায়বিনি হতে চায়,

হৃদয়ে মাংশের স্বাদ বাঘিনীর দৃষ্টি ছুয়ে -

চপলা রোদ্র এখন চো্খের পাতায় ।

বর্ষার জলের মাঝে খেলা করে

বাসনার উত্তপ্ত ছায়া ,

আমার হৃদয় গাঁথে জা্হ্ববীর জ্বালা ।

তোমার বাসনার পাটাতনে আমার মাংশকলা

দগ্ধিত পিষ্ট সে আজ,

ভগ্ন সুখের ছোঁয়ায় গাথেঁ

অন্তহীন উষ্ণ পরশ,

অস্তপথে আজ দেখি

উদয় রবির খেলা ।।।।।

বিষয়: সাহিত্য

১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File