আল্লাহু আকবার, আল্লাহু আকবার
লিখেছেন লিখেছেন নাসিমা খান ২২ জুন, ২০১৩, ০৮:৪৮:৪২ সকাল
আল্লাহু আকবর , আল্লাহু আকবর
নাসিমা খান
এই আকাশ জমিনের মালিক
ওগো আমার আল্লাহ,
তোমার নাম নিলে কেনো
কাটে ওরা কল্লাহ ?
রাত দিন বহে নদী
রক্ত আর কান্নায় ,
তুমি তারে রোধো ওগো
রোধো ওদের অন্যায় ।
যদি বলো জান দেবো
সব দেবো বলিদান ,
তোমার কুরআন বাঁচাতে আজ
প্রান দেবো কুরবান ।
০০০০০০০০০০০০০০০০০০
বিষয়: বিবিধ
১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন